মহানগর ডেস্ক : বিতর্ক বেশ পছন্দ করেন কমল আর খান। সেই কারণে যেচে নিজেই বিতর্কের মধ্যে ঢুকে পড়েন। তবে এবার রীতিমত ঘোষণা করে দিলেন। বাজি ধরলেন শাহরুখের আসন্ন ছবি পাঠানকে নিয়ে। জানালেন পাঠান যদি বক্স অফিসে ব্যর্থ না হয় তবে তিনি আর কোনো ছবি নিয়ে একটিও কথা বলবেন না।
যদিও কানাঘুষা শোনা যায় এই স্বঘোষিত ফিল্মি সমালোচক যা কথা বলেন সেটাই নাকি ফলে যায়। তবে ফিল্মি সমালোচনা ছাড়াও মাঝে মাঝে শাহরুখ-সালমান-আমির এই তিন খানকে নিয়ে বেশ সমালোচনা করেন তিনি। ঠিক যেমন লাল সিং চাড্ডা ফ্লপ হবার পর পোয়াবারো হয়েছিল এই স্বঘোষিত ফিল্মি সমালোচকের।
চার বছর পর শাহরুখ ফিরতে চলেছেন বড় পর্দায়। বহু প্রতীক্ষিত সেই ছবিকে নাকি ব্যর্থ বলে ঘোষণা করে দিলেন তিনি। তাই বেশ মন খারাপ শাহরুখ ভক্তদের। যদিও সেই দুঃখ রাগ হয়ে বর্ষেছে কমলের উপর। পাঠা নিয়ে মন্তব্য করায় বেশ ঝামেলার মধ্যেই পড়তে হয়েছে তাকে। তবে সেসব শুনতে নারাজ কমল। জানিয়ে দিলেন,’ চূড়ান্তভাবে ব্যর্থ হবে পাঠান। ডুবে যাবে শাহরুখের ক্যারিয়ার’।
অন্যদিকে কত সেপ্টেম্বর মাসে জামিনে ছাড়া পেয়েছেন কমল। টুইটার বিতর্ক কাণ্ডে জেলে যেতে হয়েছিল তাকে। তবে আবার ফিরে এসেছেন তিনি। আর তাতে বেশ বিরক্ত সাধারণ দর্শক। ঠিক তেমন দিন কয়েক আগে ঘোষণা করেছিলেন বিক্রম বেদা চূড়ান্তভাবে ফ্লপ হবে তা না হলে তিনি টুইটার ছেড়ে দেবেন। এদিকে মারাত্মকভাবে সফল হয়ে গেল হৃত্বিক সইফের এই ছবি। কিন্তু টুইটার ছাড়ার নাম গন্ধ নেই তার। তাই পাঠানের ক্ষেত্রেও তার আওয়াজ যে ফাঁকা সেটাই মনে করছেন শাহরুখ ভক্তরা।