মহানগর ডেস্ক : আপাতত এমার্জেন্সির কাজে ব্যস্ত থাকলেও কঙ্গনা রানাওয়াত ইতিমধ্যে পরিকল্পনা করে ফেলেছেন আরো একটি সত্য জীবনীকে পর্দায় তুলে ধরতে। তবে এবার তার লক্ষ্য বাঙালি। বাঙালির অন্যতম চর্চিত চরিত্র নটী বিনোদিনীকে এবার পর্দা তুলে ধরতে চান অভিনেত্রী। প্রদীপ সরকারের হাত ধরে এবার রুপালী পর্দায় আসতে চলেছেন এই চরিত্র।
এই নিয়ে চারবার জীবনী বিষয়ক ছবির উপর কাজ করতে চলেছেন অভিনেত্রী। এর আগে ঝাঁসির রানী জীবনীর উপর করেছিলেন মণিকর্ণিকা, জয়ললিতার জীবনী নিয়ে তৈরি করেছিলেন থালাইভি এবং ইন্দিরা গান্ধীর জীবনী বিষয়ক ছবি এমার্জেন্সি আসতে চলেছে বড় পর্দায়। তবে নটী বিনোদিনী চরিত্রে অভিনয় করতে পেরে খুশি অভিনেত্রী।জানিয়েছেন,’ আমি প্রদীপ সরকার জি’র খুব বড় ভক্ত। ভীষণ খুশি এমন একটা সুযোগ। এছাড়া প্রকাশ কাপাডিয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ হবে। আমি ভীষণ উৎসাহিত এত একটা পথের অংশ হতে পেরে। এরা দেশের অন্যতম সফল ব্যক্তি’।
যৌনকর্মী পরিবারে জন্মগ্রহণ করে নটী বিনোদিনী নিজের যোগ্যতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বাঙালির অন্যতম থিয়েটার শিল্পী হয়ে উঠেছিলেন। উনিশের দশকের তার থিয়েটারের সংখ্যা নেহাত কম ছিলনা। মাত্র ১২ বছর বয়সে অভিনয় জীবন শুরু করে ৮০’র বেশি চরিত্রে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে জনপ্রিয় সীতা ,দ্রৌপদী, রাধা ,কৈকেয়ী, এবং মোটি বিবি।