মহানগর ডেস্ক : বিতর্ক থেকে মানুষ যত এড়িয়ে যেতে পারে ততটাই ভালো। কে বা নিজে যেচে বিতর্ক গায়ে মাখতে চান। তবে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বোধহয় বিতর্কে জড়াতে ভালোবাসেন। তাই সাত পাঁচ না ভেবে মধুবালা জনপ্রিয় গানের সঙ্গে তুলনা করলেন বলিউডের আইটেম সং’য়ের।
টুইটার থেকে বিদায় নেওয়ার পর ইনস্টাগ্রামে (instagram) বেশ সক্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী। নিচের বিভিন্ন বক্তব্য, খোঁচা মারা কথা শেয়ার করেন ইনস্টাগ্রামে। সম্প্রতি মধুবালার জনপ্রিয় গান ‘আইয়ে মেহেরবান’ গানের সামান্য ঝলক শেয়ার করে লিখেছেন,’ কামুকতা এবং প্রলোভনের সাথে অশ্লীলতা এবং বিকৃত আইটেম নম্বরের কোনও সম্পর্ক নেই। এই গানে সবকিছু আছে তবুও নারী এবং তার শরীরের অংশের কোন অবজেটিফিকেশন নেই’।
১৯৫৮ সালের জনপ্রিয় ছবি হাওড়া ব্রিজর অত্যন্ত জনপ্রিয় গান ‘আইয়ে মেহেরবা। মধুবালা এবং অশোক কুমারের জুটির এই ছবি আজও কালজয়ী একটি ছবির উদাহরণ। আর এই ছবির গানের সঙ্গে বর্তমানের বলিউডের আইটেম সং গুলির তুলনা করেছেন তা বলা বাহুল্য।
এই মুহূর্তে অভিনেত্রী বিজয় ব্যস্ত তার আগামীর ছবি ইমারজেন্সি নিয়ে। যেখানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বাংলার থিয়েটার শিল্পী নটী বিনোদিনীকে বড় পর্দায় পরিচয় করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।