Home Uncategorized Kapil Dev: ইংল্যান্ডের কাছে হার, টিম ইন্ডিয়াকে “চোকার”বলায় ভুল দেখছেন না কপিলদেব

Kapil Dev: ইংল্যান্ডের কাছে হার, টিম ইন্ডিয়াকে “চোকার”বলায় ভুল দেখছেন না কপিলদেব

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: বৃহস্পতিবার টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের (Lost To Pakistan) কাছে হারার পর থেকেই সারা দেশের ক্রিকেটমোদীদের আপসোস শেষ হচ্ছে না। সেমিফাইনালে জিতলেই ফাইনালে পাকিস্তান। কিন্তু ব্রিটিশদের কাছে অনায়াসে ম্যাচ হেরে বিদায় নিল রোহিত শর্মার ভারত। বিরাট-হার্দিক ব্যাট হাতে লড়লেও শেষরক্ষা হল না। টি-টুয়েন্টি বিশ্বকাপ অধরাই রয়ে গেল রোহিত-বিরাট-আর্শদীপদের কাছে। যেভাবে ব্রিটিশ বাহিনীর কাছে হার স্বীকার করল টিম ইন্ডিয়া, তা ক্রিকেট মোদী ও বিশেষজ্ঞদের মনে একরাশ প্রশ্নের জন্ম দিল। আইসিসি টি টুয়েন্টিতে বারবার হারের জন্য কেউ কেউ টিম ইন্ডিয়াকে চোকার বলে অভিহিত করতে শুরু করেছেন।

এমনকী ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী কপিলদেবও অস্ট্রেলিয়ায় সেমিফাইনালে ছিটক যাওয়ার জন্য টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের চোকার বলতে ছাড়লেন না। তিনি মানতে বাধ্য টিম ইন্ডিয়াকে চোকার তকমা দেওয়ায় খুব একটা ভুল নেই। তবে একইসঙ্গে জানান এতটা কঠোর হওয়ার সময় আসেনি। এই একই খেলোয়াড়রা বছরের পর বছর দেশের হয়ে জিতে সম্মান নিয়ে আসছেন। এক সংবাদসংস্থাকে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেছেন, আপনারা তাঁদের চোকার বলতেই পারেন। তাঁরা যখন সাফল্যের কাছাকাছি আসে,তখনই চোক করে যায়। তবে ক্রিকেটমোদীদের এই হারের পর টিম ইন্ডিয়াকে সেভাবে একহাত নেওয়ার দরকার নেই বলে জানিয়েছেন প্রাক্তন অলরাউন্ডার। তাঁর কথায়, এতটা কর্কশ হবেন না। তিনি মানছেন ভারত খুব খারাপ খেলা খেলেছে। তবে একটা খেলা দেখে সমালোচনা করা উচিত নয়। ইংল্যান্ডের কাছে হার নিয়ে তাঁর মন্তব্য, বৃহস্পতিবার ইংল্যান্ড পরিস্থিতিকে পড়ে নিয়ে ভারতকে হারিয়েছে। এবারের টি টুয়েন্টি বিশ্বকাপে একের পর এক ক্রিকেটার খারাপ পারফর্মেন্স করেছে। যেমন কে এল রাহুল,রোহিত শর্মা, দীনেশ কার্তিক,মহম্মদ শামি, ঋষভ পন্থ, রবিচন্দ্রণ অশ্বিন, অক্ষর প্যাটেল সেরকম ভালো পারফর্মেন্স করতে পারেননি।

You may also like