মহানগর ডেস্ক : জনপ্রিয় রিয়ালিটি শো কফি উইথ করণ। যা দেখতে দেখতে সাত নম্বর সিজনে পা দিল। এই শো কে ঘিরে যেমন সমালোচনা হয় তেমনি একদল নেটিজেনের বেজায় প্রিয় এই টেলিভিশন শো। বিভিন্ন তারকার এখানে এসে নিজেদের জীবনের রকম ঘটনা শেয়ার করেন সঞ্চালক করণ জোহারের সঙ্গে। সবশেষে থাকে একটি প্রতিযোগিতা যেখানে জিতলে পাওয়া যায় এক বিশেষ হ্যাম্পার।
তবে সেই হ্যাম্পারে কী থাকে সেই নিয়ে প্রশ্ন অনেকের মনে। কৌতুহল সবার মনে থাকলেও সাধারণ মানুষ কেউ সেভাবে জেনে উঠতে পারেনা ওই হ্যাম্পারের সম্পর্কে। তবে এবার সেই সবকিছুর অবসান ঘটালেন এই শোয়ের সঞ্চালক করণ। নিজেই আনবক্স করলেন তার সাধের হ্যাম্পার। আর সেখান থেকেই বেরিয়ে এল একের পর এক চমকে দেওয়ার মতো উপহার। তিনি জানিয়েছেন,’ আমরা সবাই মনে করি কফি উইথ করণে যে হ্যাম্পার দেওয়া হয় সেটা সবথেকে অদ্ভুত একটা জিনিষ। আর আমরা এটা খেয়াল রাখি সবসময় যে মানুষ যাতে বিশ্বাস করে এটার মধ্যে দুষ্প্রাপ্য কিছু জিনিস রয়েছে । আমার এখানে যে আসে তাদেরকে আমরা এই উপহারটা দি। এমনকি তারা রীতিমতো মারপিট করে এই উপহারটা পাওয়ার জন্য। তবে এবার এটা জানানোর সময় এসেছে এর মধ্যে কী কী থাকে। প্রথমেই বলি এটা বানিয়েছে আমার বন্ধুর দীপ্তি গোয়েঙ্কা এবং তার দল।
তারপরেই একে একে উপহারের ঝুলি সামনে আনেন তিনি। আর সেখানে একে একে সামনে আসতে থাকে তানি জুয়েলারির একটি হ্যাম্পার, মার্শাল একশন স্পিকার, অডি এসপ্রেসো মোবাইল, আমাজন ইকো শো ১০, বাদাম টি এবং টি মেকার, থাকে চকলেট এবং বম্বে সুইটস থেকে মিষ্টি। তবে এমন কিছু সুগন্ধি সেখানে থাকে যেগুলো সত্যিই দুষ্প্রাপ্য বলে দাবি করেছেন করণ নিজে।
প্রসঙ্গত এবারের সিজনে হাজির হয়েছেন দক্ষিণী তারকার সঙ্গে বলিউড তারকারা। প্রত্যেকেই নিজের নিজের বিভিন্ন লুকোনো কথা শেয়ার করেছেন এই শোতে এসে।