মহানগর ডেস্ক: বেশ কিছুদিন হল টুইটার থেকে বিদায় জানিয়েছেন করণ জোহর। একথা নিজেও জানিয়েছিলেন সোশ্যাল মাধ্যমে। তার মতে সোশ্যাল মাধ্যম ধীরে ধীরে নেতিবাচক বিষয়ে ভরে যাচ্ছে। সেই কারণে নিজের কিছু কাজ নিয়ে ভাবা নিজের চরকায় তেল দেওয়ার জন্য আপাতত টুইটার থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে জনপ্রিয় পরিচালক তথা প্রযোজক মাঝেমধ্যেই কিন্তু নেটিজেনদের নিশানা হয়ে থাকেন। বিশেষ করে তার তারকা সন্তানদের তোষণ, বিতর্কিত মন্তব্য ইত্যাদির কারনে মাঝে মধ্যেই লাইমলাইটে থাকেন তিনি। তবে এবার নিশানায় তিনি নন, বরং তিনি একজনকে নিশানা বানিয়ে সোশ্যাল মাধ্যমে দিলেন পোস্ট।
নিজের ইনস্টাগ্রামে করণ লিখেছেন,’ মেহনত মাঝরাস্তায় ধাক্কা খাচ্ছে, আর ভাগ্য প্রাসাদে রাজত্ব করছে।
কোথায় একটা শুনলাম শেয়ার করতে ইচ্ছে হলো’। যদিও নেটিজেনদের খুব একটা বুঝতে অসুবিধে হয়নি পরিচালক কাকে উদ্দেশ্য করে এই করেছেন। আসলে টুইটার থেকে বিদায় নেওয়ার পর পরিচালক বিবেক অগ্নিহোত্রী নাম না নিয়ে করণের উদ্দেশ্যে লিখেছিলেন,’ যারা হাল ছেড়ে দেয় তারা কখনো জেতে না। যারা জেতে তারা কখনো হাল ছাড়ে না’। তার কিছুদিন পরেই করণের এই মন্তব্য। দুয়ে দুয়ে চার করতে ব্যাপারটা কারোরই অসুবিধে হয়নি। নেট নাগরিকদের স্থির বিশ্বাস না করে করণ বিবেককে উদ্দেশ্য করেই এই কথা বলেছেন।
তবে টুইটার থেকে বিদায় নিলেও ইনস্টাগ্রামে বেশ সক্রিয় করণ জোহর। মাঝেমধ্যেই বিভিন্ন পোস্ট শেয়ার করেন তিনি। সম্প্রতি আয়ুষ্মান খুরানা এবং তাহিরা কাশ্যপের দিওয়ালি পার্টিতে দেখা গিয়েছিল তাকে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় তার পরিচালিত ছবি রকি অর রানী কি প্রেম কাহানি। পাশাপাশি প্রস্তুতি নিচ্ছেন কফি উইথ করণ’-এর পরবর্তী জীবনের জন্য।