Home Entertainment Kareena Kapoor : কাজের ফাঁকে ছেলের সঙ্গে সময় কাটালেন করিনা, মিস করলেন না লাঞ্চডেট

Kareena Kapoor : কাজের ফাঁকে ছেলের সঙ্গে সময় কাটালেন করিনা, মিস করলেন না লাঞ্চডেট

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : এই মুহূর্তে পরিবারকে ছেড়ে লন্ডনে রয়েছেন করিনা কাপুর খান। তবে ছোট ছেলের জেহ রয়েছেন সঙ্গে। লন্ডনে হনসল মেহতার শুটিংয়ের কাজে ব্যস্ত তিনি। তার ফাঁকেই ছোট ছেলের সঙ্গে সময় কাটাতে দেখা গেল তাকে। মা ছেলের এই ডুও সোশ্যাল মাধ্যমে শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে ছেলের সঙ্গে ৪২ বছর বয়সী এই অভিনেত্রী একেবারে মোটা শীত পোশাকে ঢেকে ঘুরতে বেরিয়েছেন একটি পার্কে। সেখানে গাছের সঙ্গে ছোট জেহ মিশে গিয়েছে। পাশে দাঁড়িয়ে রয়েছেন মা। যেন গাছের মধ্যে অদ্ভুত কিছু খুঁজে পেয়েছে জেহ। অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওই লম্বা গাছের দিকে। আর হাসিমুখে ছেলের কাণ্ড দেখছেন মা করিনা।

আরেকটি ছবিতে দেখা গেছে করিনা তার বোন করিশ্মা এবং কাকিমা রিমা জৈন এবং আরো দুজনের সঙ্গে লাঞ্চ ডেটে গিয়েছেন। শেয়ার করেছেন সোশ্যাল মাধ্যমে।
https://resize.indiatvnews.com/en/resize/newbucket/715_-/2022/11/kareena-1-1667439741.jpg

হতে করিনা ব্যস্ত হনসাল মেহতার পরবর্তী প্রজেক্টের কাজে। যা প্রযোজনা করবেন এক্তা কাপুর। এছাড়াও সুজয় ঘোষের অ্যাকশন থ্রিলার ছবির কাজে এসেছিলেন কলকাতায়। এখানেও বেশ কয়েকদিন কাটিয়ে ফিরে গিয়েছেন বাড়ি।

You may also like