মহানগর ডেস্ক: কর্ণাটকে কংগ্রেস ( Congress Will be Perished To Dust) পুরোপুরি ধুলোয় মিশে যাবে। বুধবার জনসঙ্কল্প যাত্রার সূচনা করে এমনই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোন্নাই (Karnataka BJP CM)। জানান, কর্ণাটকে বেশ সময় ধরে ক্ষমতায় ছিল কংগ্রেস কিন্তু তারা মানুষকে বোকা বানানো ছাড়া কিছুই করেনি। ক্ষমতায় থেকে কংগ্রেস শাসকরা রাজ্যের মানুষকে ক্রমাগত ভুলপথে চালিত করেছে। কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বোম্মাই জানান, বিকল্প শক্তি হিসেবে বিজেপি উঠে আসা না পর্যন্ত কংগ্রেস সারা দেশে নিজেদের জায়গা হারিয়েছে। জাত ভিত্তিক, ধর্মীয় বিভাজন, উপ-জাতি তৈরি করে তারা ভোট আদায় করেছে। দলিত, অনগ্রসর শ্রেণি, সংখ্যালঘুদের নিয়ে তাদের বড় বড় দাবি করে গিয়েছে।
তাঁর কথায়, কংগ্রেস নেতারা গরিবদের তুলে ধরার কথা শুধু বক্তৃতায় বলে থাকেন। এমন করে বলেন যাতে মনে হয় তাঁরা ছাড়া তাদের জন্য আর কেউ নেই। কিন্তু অনগ্রসররা অনগ্রসরই রয়ে গিয়েছে। এখন তারা জেগে উঠেছে। তারা প্রশ্ন করতে শুরু করেছে কংগ্রেস তাদের জন্য কী করেছে,তা নিয়ে। তারা যে টাকা খরচ করেছে, তাতে ওই সম্প্রদায়ের মানুষদের অনেক ওপরে ওঠার কথা। কিন্তু তারা আর্থিক, সামাজিক ও শিক্ষায় এগোতে পারেনি। সিদ্ধারামাইয়া সরকার যখন ক্ষমতায় ছিল, তখন কোভিড অতিমারি ছিল না। কিন্তু রাজ্যের কোনও উন্নয়ন হয়নি।
বোম্মাই বলেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি খুব খারাপ ছিল এবং কর্ণাটকের মানুষের ঘাড়ে দু লক্ষ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়েছিল কংগ্রেস সরকার। এত টাকা ঋণ নেওয়ায় রাজ্যের ব্যাপক উন্নয়ন হওয়া উচিত ছিল। বিজেপির পাঁচ বছরের শাসনে বত্রিশ হাজার কোটি টাকা খরচ করে সাত লক্ষ হেক্টর জমিতে খরচ করা হয়েছে। আর কংগ্রেস মাত্র দু লক্ষ হেক্টর জমিতে সেচের জন্য চুয়ান্ন হাজার কোটি টাকা খরচ করেছিল। ওই টাকাগুলো কোথায় গেল, কার পকেটে ঢুকল, বোম্মাই প্রশ্ন করেন। কংগ্রেসকে দুর্নীতির গঙ্গোত্রী আখ্যা দিয়ে কর্ণাটকের বিজেপি মুখ্যমন্ত্রী জানান, কংগ্রেস আমলে দুর্নীতি তদন্ত করার কাজ বন্ধ করে দিয়েছে লোকায়ুক্ত বিভাগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে পঞ্চাশটি মামলা বকেয়া ছিল।
•