Home Featured Hijab Row: ফের হিজাব বিতর্কে উত্তপ্ত কর্ণাটক, বিজেপি নেতা-শ্রীরাম সেনা প্রধানের মুণ্ডচ্ছেদের হুমকি

Hijab Row: ফের হিজাব বিতর্কে উত্তপ্ত কর্ণাটক, বিজেপি নেতা-শ্রীরাম সেনা প্রধানের মুণ্ডচ্ছেদের হুমকি

by Anamika Nandi
Hijab Row: ফের হিজাব বিতর্কে উত্তপ্ত কর্ণাটক, বিজেপি নেতা-শ্রীরাম সেনা প্রধানের মুণ্ডচ্ছেদের হুমকি

মহানগর ডেস্ক: ফের হিজাব বিতর্ককে (Hijab Row) কেন্দ্র করে উত্তাল কর্ণাটক (Karnataka)। স্কুলের নিষেধাজ্ঞা অমান্য করে হিজাব পরায় সাসপেন্ড ২৪ জন ছাত্রী। যার পরই বিজেপি (BJP) নেতা যশপাল সুভর্ণা ও শ্রীরাম সেনা প্রধান প্রমোদ মুথালিকের মুণ্ডচ্ছেদের হুমকি চোখে পড়ে নেটমাধ্যমে। শোরগোল পড়ে যায় চারিদিকে।

প্রসঙ্গে কলেজ প্রশাসনের সদস্য যশপাল সুভর্ণা বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ম্যাসেজ ও কল খুবই সাধারণ ব্যাপার। যখন দেশের হয়ে আমরা কাজ করি, তখন দেশবিরোধী সংগঠন ও বিশ্বাসঘাতকরা এমন হুমকি দিয়ে থাকে। এসবকে গুরুত্ব দেব না। এটা জীবনের অংশ। সংবিধান মেনেই কাজ করব। এই পরিস্থিতিতে ইনস্টাগ্রামে আমার কিংবা প্রমোদকে টার্গেট করে কি বলা হল, তাতে কিছু আসে যায় না’। তাঁর বক্তব্য, ‘পাল্টা কোনও পদক্ষেপ নেয়া হবে না এই ক্ষেত্রে। তবে শুধু জানতে চাই, এর পিছনে স্থানীয় কোনও বাসিন্দা রয়েছেন কিনা! সেটা অবশ্যই খুঁজে বার করা হবে’।

আরও পড়ুন: ভবানীপুর কাণ্ডে ধর্মতলা থেকে উদ্ধার মোবাইল ফোন, তদন্তের মোড় কোন দিকে!

মঙ্গলবার ২৪ জন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে কর্নাটকের একটি স্কুল থেকে। তাঁরা প্রতিবাদ জানিয়েছিল, হিজাব পরা নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে। তাঁদের দাবি, হিজাব তাঁরা পরবে এবং তা পরেই ক্লাসে ঢুকবে। কিন্তু তা মানা হয় না স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে।

প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি কর্ণাটক সরকারি একটি নির্দেশিকা জারি করে। যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরাতে নিষেধাজ্ঞা জারি করা হয়। যার পর থেকেই সেরাজ্যে বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে উদুপি জেলায় বিক্ষোভ চরমে পৌঁছায়। যার জন্য বেশ কয়েকদিন বন্ধ রাখতে হয়েছিল স্কুল-কলেজ। সেই মামলার ভিত্তিতে কর্ণাটক সরকার জানিয়ে দিয়েছে, হিজাব সহ কোনও ধর্মীয় পোশাক পরা যাবে না স্কুল-কলেজে। কিন্তু ফের আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সেরাজ্যে।

You may also like