মহানগর ডেস্ক : দেখতে দেখতে ৩২ বছরে পা দিলেন কার্তিক আরিয়ান। ২২ নভেম্বর সারাদিনটা যদি জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন তিনি। তবে সব থেকে বড় সারপ্রাইজ পেজে নিজের পরিবারের তরফ থেকে। পেক কেটে জন্মদিন উদযাপন করেছে নিজের পরিবারের সঙ্গে। তবে বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের জন্য মুম্বাইয়ে সন্ধ্যায় একটি পার্টি রেখেছিলেন তিনি। জানেন কি কে কে হাজির হয়েছিলেন সেই পার্টিতে।
অভিনেতা নিজেই হাজির হয়েছিলেন তার বিলাসবহুল গাড়ি ম্যাক্লেরিন জিটিতে চেপে। ভুলভুলাইয়া টু সফল হবার পর পরিচালক নিজেই হাতে উপহার দিয়েছিলেন এই বিলাসবহুলকারী কার্তিককে। যে গাড়ির প্রথম মালিক এই ভারতে কার্তিক আরিয়ান। এছাড়া হাজির হয়েছিলেন কার্তিকের মা-বাবা এবং বোন। তারকা খচিত এই পার্টিতে দেখা গিয়েছে। আয়ুষ্মান খুরানা থেকে অনন্যা পান্ডে, তার আসন্ন ছবি ফ্রেডির সহ নায়িকা আলিয়া এফ, দিশা পাটানি ,শর্বরী ওয়াঘ, বানি কাপুর ,মনিশ মালহোত্রা ,আয়ুশ শর্মা ,ভুষণ কুমার, ঈশিতা রাজ শর্মা।
কার্তিকের জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছে রোহিত ধাওয়ান, সাজিদ নাদিওয়ালা, কবীর খান, মেরি মাথুরকে। প্রত্যেকেই থীম বিহীন ভাবে সেজে এসেছিলেন পার্টিতে। অধিকাংশের পোষাক ছিল সাদা। আপাতত কার্তিক ব্যস্ত তার ছবি ফ্রেডির শেষ মুহূর্তের প্রচারের জন্য। এছাড়া তার জন্মদিনের দিনে মুক্তি পেয়েছে ছবি শাহজাদার টিজার। যেখানে তার সঙ্গে দেখা যাবে কৃতি স্যাননকে। দক্ষিণী ছবি আলা বৈকন্ঠপুরমূল্যর হিন্দি রিমেক এটি। এছাড়াও কার্তিকের পাইপ লাইনে রয়েছে একাধিক ছবি।