Home Entertainment Kartik Aryan: কার্তিকের জন্মদিনে এলো বিশেষ উপহার, কে দিল জানেন?

Kartik Aryan: কার্তিকের জন্মদিনে এলো বিশেষ উপহার, কে দিল জানেন?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : দেখতে দেখতে ৩২ বছরে পা দিলেন বলিউডের নতুন হার্টথ্রোব কার্তিক আরিয়ান। রাত বারোটা বাজতেই একের পর এক শুভেচ্ছা আসতে শুরু করে বার্থডে বয়ের জন্য। তবে নিজের জন্মদিনের পেয়েছেন তিনি। আর সেই উপহারটা দিয়েছেন তার পরিবার। ঘড়িতে যখন ঠিক বারোটা তখন ছেলের জন্য ঘর সাজিয়ে রেখেছিলেন আরিয়ান পরিবার।

এই মিষ্টি উপহার পেয়ে খুশি কার্তিক নিজেও। সেই মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মাধ্যমে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে সামনে কেক নিয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন অভিনেতা। আর তার ঠিক পরের ছবিতেই সপরিবারে এক মিষ্টি ছবি। এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন,’ প্রত্যেকটা জন্মে আমি তোমাদের কোকি হয়ে জন্মাতে চাই। অনেক ধন্যবাদ এমন সুন্দর উপহার দেওয়ার জন্য মা-বাবা কাটরি এবং কিকি’।

তারপরে সেই ছবির তলায় একে একে ভেসে উঠেছে তার সহকর্মীদের শুভেচ্ছা। রাকুল প্রীত থেকে শুরু করে আয়ুষ্মান খুরানা, কৃতি সানন প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন কার্তিককে। শুধু তাই নয় কৃতি জানিয়েছেন কার্তিকের জন্য সেরা উপহারটা তুলে রেখেছেন তিনি। দেখা হলেই পাবে সেই উপহার।

You may also like