Home Entertainment Kartik Aryan : দর্শকই আসল তারকা! ক্যারিয়ারের ওঠা নামা নিয়ে অকপট কার্তিক

Kartik Aryan : দর্শকই আসল তারকা! ক্যারিয়ারের ওঠা নামা নিয়ে অকপট কার্তিক

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : এই মুহূর্তে বলিউডের সবচেয়ে ব্যস্ততম এবং সফল অভিনেতাদের মধ্যে অন্যতম নাম কার্তিক আরিয়ান। কার্যত যে ছবিতে তিনি হাত দিচ্ছেন সেটাই সোনা হয়ে উঠছে। স্বাভাবিকভাবে পরিচালক থেকে প্রযোজকদের চোখের মনি কার্তিক। তবে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো ভুলে যাননি কার্তিক। কিভাবে ওঠা নামা দেখেছেন সবটাই শেয়ার করলে নিজের মুখেই।

ভুলভুলাইয়া ২ বা সদ্য মুক্তি পাওয়া ফ্রেডি চূড়ান্তভাবে সফল বক্স অফিসে। এছাড়া পাতি পাতনি ওর বো এবং লুকাচুপির মতো ছবিও নজর কেড়েছে দর্শকদের। তবে তার ক্যারিয়ারের অন্যতম ফ্লপ ছবি লাভ আজকাল। ইমতিয়াজ আলীর সঙ্গে জুটি বেঁধেও সফল হলো না এই ছবি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক জানিয়েছেন,’ তিনি ভীষণ খুশি ইমতিয়াজ আলীর মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে। তবে ছবিটা হিট করেনি। প্রথম দিনের ১৩ কোটি টাকার ব্যবসা করলেও শেষ দিকে ততটা নজর কারেনি কারোর। তবে আমার মনোবল বাড়িয়েছিলেন দর্শকেরা। তারাই ছবি দেখতে গিয়ে এই ছবির ব্যবসা বানিয়েছে। আমি সত্যিই বলে বোঝাতে পারবো না কি আনন্দ পেয়েছিলাম’।

প্রসঙ্গত কার্তিক এই মুহূর্তে বলিউডের সবথেকে ব্যস্ততম হিরো। তার হাতে রয়েছে একাধিক ছবি। শোনা যাচ্ছে দোস্তানা ২ ছবিতেও নাকি দেখা যাবে তাকে। পাশাপাশি শাহজাদা, সত্য প্রেম কি কথার মতো ছবিতে দেখা যাবে তাকে।

You may also like