Home Entertainment Kartik Aryan : নিজের প্রিয় ছবিতে এবার নিজেই থাকবেন কার্তিক, কিন্তু কি বলুন তো তার প্রিয় ছবির নাম?

Kartik Aryan : নিজের প্রিয় ছবিতে এবার নিজেই থাকবেন কার্তিক, কিন্তু কি বলুন তো তার প্রিয় ছবির নাম?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বেশ কয়েক বছর ধরে কার্তিক আরিয়ান বলিউডের যেকোনো পরিচালকের ‘হটকেক’। তাকে নেবার জন্য পরিচালকেরা প্রায় কাড়াকাড়ি করতে শুরু করেছেন। আর হবে নাই বা কেন। বেশ কয়েক বছর ধরে সমস্ত ছবিতে কাজ করেছে তাতে তিনি একাই বেশ কিছুটা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন লক্ষ্মীকে ঘরে ফেরানোর। যেমন ধরুন ভুলভুলাইয়া ২। বলিউডে এই বছরে এখনো পর্যন্ত যে কটি ছবি মুক্তি পেয়েছে তাদের মধ্যে অনন্য নজির গড়েছে কিয়ারা-কার্তিকের এই ছবি।

পেয়ার কা পঞ্চনামা থেকে দর্শকদের নজরে পড়েছিলেন কার্তিক। এরপর একে একে সনু কে টিট্টু কি সুইটি, লুকা ছুপি, পতি পত্নী ওর বো, ধামাকা যে ছবির নাম নেওয়া হোক না কেন প্রত্যেকটা ছবিতেই আলাদা আলাদা ভাবে নজর কেড়েছেন কার্তিক। তবে এত ছবির মধ্যে কার্তিকের নিজের কোন ছবি পছন্দের সেটা কি জানা আছে। তবে শুধু পছন্দের বললে ভুল হবে। এই ছবিতে অভিনয় করার জন্য রীতিমত মুখিয়ে ছিলেন অভিনেতা নিজে। তবে সে সুযোগ হচ্ছে কোনদিন আসবে সেটা বোধহয় নিজেও ভাবতে পারেননি। সম্প্রতি নেট মাধ্যমে পরেশ রাওয়াল ঘোষনা করেছেন ২০০০ সালের কাল্ট কমিক ছবি হেরা ফেরি ফিরছে তিন নম্বর গল্প নিয়ে। আর তাতেই এক অভিনব চরিত্র দেখা যাবে কার্তিক আরিয়ানকে। এ খবর পাবার পর থেকে খুশিতে ভাসছেন অভিনেতা নিজেও। কারণ এটি তার সবথেকে প্রিয় ছবি। আর প্রিয় ছবিতে নিজেও অংশ হতে পেরে স্বাভাবিকভাবেই ক্লাউড নাইনে কার্তিক।

তবে সামনে আসার পর থেকে জল্পনা শুরু হয়েছিল তাহলে কি অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি ছবি থেকে বিদায় নিয়েছেন? সেই নিয়ে অনেকে মনে করেছিলেন হয়তো অক্ষয় চরিত্র রাজুর অবতারেই ফিরবেন কার্তিক। তবে সেসব কিছুর জল্পনায় অবসান ঘটিয়েছেন ছবির ‘শ্যাম’। সম্প্রতি এক ইভেন্টে গিয়ে সুনীল শেট্টি জানিয়েছেন রাজু ,শ্যাম এবং বাবুরাও চরিত্রের কোনরকম পরিবর্তন হবে না কার্তিক আসবেন নতুন এক চরিত্র হিসেবে।

You may also like