মহানগর ডেস্ক : এই মুহূর্তে নিজের ক্যারিয়ারের একেবারে শীর্ষে রয়েছেন কার্তিক আরিয়ান। তার হাতে রয়েছে একাধিক ছবি। মুক্তির অপেক্ষায় তার রোমান্টিক থ্রিলার ফ্রেডি। তবে শোনা যাচ্ছে ১৯ এর দশকের কাল্ট ছবি হেরাফেরিতে অভিনয় করবেন তিনি। অন্যদিকে অক্ষয় কুমার নিজেকে এই ছবিটিকে সরিয়ে নিয়েছেন সে কথা আগেই জানিয়েছেন তিনি। শুধু তাই নয় ছবির নির্মাতা তার অনুরাগী এবং পরেশ রাওয়াল ও সুনীল সেট্টির কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
তারপরেই গুঞ্জন উঠতে শুরু করে অক্ষয়ের ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। যদিও সে কথাও জানিয়ে দেন সুনীল। কার্তিক আসবে সম্পূর্ণ এক অন্য চরিত্রে। এমনকি ছবিতে অভিনেতা থাকা নিয়ে প্রথম কথা বলেছিলেন পরেশ রাওয়াল। তবে এতকিছুর মধ্যে দর্শকদের মতন অবাক কার্তিক নিজেও। কারণ তিনি নাকি জানতেনই না এই ছবির অংশ তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছেন,’ আমি নিজেই ভীষণ অবাক। এর থেকে বেশি আর কিছু বলতে চাই না’।
এখনো পর্যন্ত বড় পর্দায় থাকে শেষবার দেখা গিয়েছে ভুলভুলাইয়া২ ছবিতে। যার প্রথম ধাকে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। অন্যদিকে আজ ২ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে ফ্রেডি। শশাঙ্ক ঘোষ পরিচালিত এই ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে আলিয়া এফকে। এছাড়াও কার্তিকের পাইপলাইনে রয়েছে শাহজাদা, সত্যনারায়ণ কি প্রেম কথার মত ছবি।