মহানগর ডেস্ক : এক এক রকম চরিত্রে এক এক রকম অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলছেন কার্তিক আরিয়ান। টিনসেল টাউনের নিউ জেনারেশনের মধ্যে কার্তিক অন্যতম। বরং খান, কুমার, কাপুরদের থেকে পরিচালকরা কার্তিককে বেশি ভরসা করছেন। অবশ্যই তার বিশাল ফ্যান ফলোয়িংয়ের উপর ভরসা রেখেই। তবে এবার আবার নিজেকে নতুন করে গড়তে শুরু করলেন কার্তিক। শোনা যাচ্ছে আগামী ছবিতে বক্সারের চরিত্রে দেখা যাবে তাকে।
সূত্রের খবর অনুযায় ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন কার্তিক। কমিক এবং লাভার বয় ছেড়ে এবার তাপ চরিত্র দেখা যাবে তাকে। যার জন্য চেহারায় বদল আনতে শুরু করে দিয়েছেন তিনি। ৩১ বছর বয়সী এই অভিনেতা এবার জুটি বাঁধতে চলেছেন কবির খানের সঙ্গে। পিঙ্কভিলার সূত্রের খবর অনুযায়ী, কার্তিকের দৈহিক পরিবর্তন নাকি ইতিমধ্যে বেশ বদলে হয়ে গিয়েছে। মেনে চলছেন স্ট্রিক্ট ডায়েট। ছবির চরিত্রে নাকি ইতিমধ্যে ঢুকে পড়েছেন তিনি।
তবে নতুন ছবি ছাড়াও বেশ কয়েকটি ছবিতে ইতিমধ্যে নাম লিখিয়ে ফেলেছেন তিনি। মুক্তির অপেক্ষায় তার আগামী ছবি ফ্রেডি। এছাড়া কৃতি সাননের সঙ্গে শাহজাদা ছবিতে কাজ করছেন তিনি। হাতে রয়েছে সত্য প্রেম কি কথা। যেখানে আবার তাকে দেখা যাবে কিয়ারা আদ্বানির সঙ্গে। সব মিলিয়ে বেজায় বাস্তব অভিনেতা।