Home Featured Kashmir Will Be Hindu-less: মোদি,শাহ এখনই সক্রিয় নাহলে কাশ্মীর হিন্দুশূন্য হয়ে যাবে,হুঁশিয়ারি ফারুক আবদুল্লার

Kashmir Will Be Hindu-less: মোদি,শাহ এখনই সক্রিয় নাহলে কাশ্মীর হিন্দুশূন্য হয়ে যাবে,হুঁশিয়ারি ফারুক আবদুল্লার

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: সরকার যদি কোনও পদক্ষেপ না নেয়,তাহলে কাশ্মীর একশো শতাংশ হিন্দুশূন্য (Kashmir Will Be Hindu-less) হয়ে যাবে। এমনই হুঁশিয়ারি দিলেন ন্যাশনাল কংগ্রেসের সভাপতি ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা (Farook Abdulla)। ভূস্বর্গে বেছে বেছে কাশ্মীরি পণ্ডিতদের হত্যার (Murder Of Kashmiri Pundits) ঘটনা বেড়ে যাওয়ায় এই মন্তব্য করে ফারুক বলেছেন, দ্রুত যদি কিছুই না করা হয়, তাহলে আগামীদিনে এখানে হিন্দুদের কোনও চিহ্ন পাওয়া যাবে না। ১৯৯০য়ের মতো কাশ্মীরি পণ্ডিতদের ক্ষেত্রে একই পরিস্থিতি তৈরি হবে। এনসি সভাপতির দাবি, তিনি খুনের জন্য দায়ী নন। কোনও সন্ত্রাসবাদীদের সমর্থনে কোনও কথাও বলছেন না।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। তাঁর কথায়, প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহের উচিত অবিলম্বে এ ব্যাপারে নজর দেওয়া। একইসঙ্গে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা ও সংখ্যালঘু হিন্দুদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়া নিয়ে সর্বদলীয় বৈঠক করা উচিত বলে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সম্প্রতি সোপিয়ানে চৌধরীগুণ্ডে কাশ্মীরি পণ্ডিত খুনের পর সেখান থেকে দশটি কাশ্মীরি পণ্ডিত পরিবার পালিয়ে গিয়েছে। প্রসঙ্গত,গত অক্টোবর থেকে ধারাবাহিকভাবে হয় কাশ্মীরি পণ্ডিত না হলে পরিযায়ী শ্রমিকরা খুন হয়েছেন। যদিও কাশ্মীরি পণ্ডিত হত্যার পর উপত্যকা ছেড়ে কাশ্মীরি পণ্ডিতদের পালিয়ে যাওয়ার কথা উড়িয়ে দিয়েছে সোপিয়ানের প্রশাসন। সোপিয়ান প্রশাসনের জনসংযোগ বিভাগ জানিয়েছে উপত্যকা ছেড়ে হিন্দুদের চলে যাওয়ার খবর ভিত্তিহীন। যদিও নিহত কাশ্মীরি পণ্ডিত পূরণ কিশোর ভাটের ভাই অশ্বিনীকুমার জম্মু ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন এবং কোনওদিন উপত্যকায় ফিরবেন বলেই খবর পাওয়া গিয়েছে।

You may also like