মহানগর ডেস্ক: ফের কাশ্মীরে খুন হিন্দু পণ্ডিত (Kashmiri Pandit Killed In Kashmir)। মাস কয়েক আগে এক কাশ্মীরি পণ্ডিত খুনের পর এবার সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিতকে খুন করল দুষ্কৃতীরা। শনিবার দক্ষিণ কাশ্মীরের (South Kashmir) চৌধুরী গুণ্ডে তাঁর বাড়ির কাছে পূরণ কৃষ্ণণ ভাট নামে কাশ্মীরি পণ্ডিতের ওপর হামলা চালানো হয়। তাঁকে গুরুতর জখম অবস্থায় (Severely Wounded) হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খুনের ঘটনার পর গোটা এলাকা পুলিশ ঘিরে ফেলে। খুনিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নিহত পূরণ কৃষণ ভাটের দুটি সন্তান রয়েছে।
তারা এখন স্কুলে পড়ে। একজন মেয়ে ক্লাস সেভেনে পড়ে, অন্যজন ছেলে। সে পড়ে ক্লাস ফাইভে বলে তাঁর আত্মীয় জানিয়েছেন। নিহত পণ্ডিত ঘর থেকে বাইরেই বেরোতন না বলে আত্মীয়রা জানিয়েছেন। সারাদিন ঘরেই থাকতেন। এই ঘটনায় প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। এর আগে আপেলের খেতে সুনীলকুমার নামে এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন করা হয়। তাঁর ভাই পিন্টুকুমার গুরুতর জখম হন। আগস্ট মাসে ওই খুনের দায় স্বীকার করে আল বদরের শাখা সংগঠন কাশ্মীর ফ্রিডম ফাইটার।
স্থানীয় মানুষকে স্বাধীনতা দিবসের পঁচাত্তর বছর পূর্তিতে এলাকার মানুষকে তিরঙ্গা মিছিলে যোগ দেওয়ার জন্য উৎসাহ দিয়েছিলেন নিহত পণ্ডিত ও তাঁর ভাই। তারপরই তাঁদের খতম তালিকাভুক্ত করে কাশ্মীর ফ্রিডম ফাইটারের জঙ্গিরা। সেসময় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছিলেন, প্রতিদিনই সেখানে সীমান্ত হয়ে ছোট অস্ত্র ও বোমার মশলা ওই এলাকায় ঢুকছে।