Home Entertainment Katrina-Vicky: সকালে ভিকির ঘুম ভাঙে কি ভাবে জানেন? তাহলে চলুন উঁকি দেওয়া যাক ভিক্যাটের বেডরুমে

Katrina-Vicky: সকালে ভিকির ঘুম ভাঙে কি ভাবে জানেন? তাহলে চলুন উঁকি দেওয়া যাক ভিক্যাটের বেডরুমে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : কারোর সকাল শুরু হয় এর্লামের ডাকে আবার কারোর পাখির ডাকে। কেউ কেউ আবার গাড়ির হর্নের আওয়াজ শুনে ঘুম ভাঙ্গান। তবে জানেন কি বলিউডের অন্যতম হ্যান্ডসাম হাঙ্ক ভিকি কৌশলের ঘুম কিভাবে ভাঙে? যদি আপনি জানেন তাহলে আমি কথা দিচ্ছি আপনি হাসি থামাতে পারবেন না। সেই ঘটনা ফাঁস করেছেন ভিকি নিজেই।

এখন নিজের ছবির কাজে বেজায় ব্যস্ত ক্যাটরিনা। স্বামীকে এতোটুকু সময় দিতে পারছেন না। তবে মাঝেমধ্যে টুকটাক খোঁজ নিয়ে নেয় বরের। বেশ শান্তিতে একা নিরিবিলি ঘুমোচ্ছিলেন ভিকি কৌশল। হঠাৎ তারা ঘুমের ব্যাঘাত ঘটান ‘ফোন ভূত’ নায়িকা। ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও পোস্ট করেছেন ক্যাট। যেখানে দেখা যাচ্ছে শান্তিতে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুম দিচ্ছেন ভিকি। হঠাৎ ক্যাটরিনার কণ্ঠস্বর শোনা যায়’ ম্যায় এক ভুত হু’। ঘুমন্ত অবস্থাতেই চমকে গিয়ে চোখ মেলে তাকিয়েছেন ভিকি। বউয়ের কীর্তি দেখে পুরোপুরি সারপ্রাইজ তিনি। যদিও ফের মুখ ঢেকে ঘুমের দেশে চলে যান ভিকি।

ভিডিও শেয়ার করে ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন,’ বউয়ের ভালোবাসার ডাক’। যদিও বউয়ের এই কীর্তি দেখে হেসে খুন নেটিজেনরা। কমেন্ট বক্স অন্তত তেমন কথাই বলছে। এমনকি ক্যাটরিনার কোস্টার সিদ্ধান্ত চতুর্বেদী লিখেছেন,’ হাহাহাহা’। ভিডিওতে ক্যাটরিনা ভিকির সুসজ্জিত বেডরুমের ঝলক উঠে এসেছে। ধূসর রঙের বিছানার চাদরের সঙ্গেই নীলাভ্র চাদর যেন এক হয়ে গিয়েছে। বিছানার পাশেই রাখা একটা ছোট্ট টেবিল যেখানে রাখা টেবিল ল্যাম্প এবং জলের বোতল। পাশেই রয়েছে পর্দা।

প্রসঙ্গত ফোন ভূত ছবিতে ভুতের চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা। অন্যদিকে সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খাট্টার অভিনয় করেছেন ভূত ধরার চরিত্রে। পরিচালক অমর কৌশিকের হাত ধরে এই হরর কমেডি প্রেক্ষাগৃহে আসবে ৪ নভেম্বর।

You may also like