Home Featured KAUSHAL KISHOR: মেয়েদের লিভ ইন করার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক

KAUSHAL KISHOR: মেয়েদের লিভ ইন করার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক

by Arpita Sardar

মহানগর ডেস্কঃ গোটা দেশ এখন শ্রদ্ধা ওয়ালকারের হত্যাকাণ্ড নিয়ে উত্তাল। লিভ ইন পার্টনার আমিন পুনাওয়ালার হাতে শ্রদ্ধার মর্মান্তিক হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আর সেই প্রসঙ্গেই দেশের কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে সরগরম হল রাজনীতি।

সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী কৌশল কিশোর জানান, এই ঘটনাগুলি সেই মেয়েদের সঙ্গেই হচ্ছে যারা সুশিক্ষিত। তিনি দাবি করেন এই শিক্ষিত মেয়েরা মনে করেন ভবিষ্যতের বিষয়ে তাঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। তাই তিনি জানান, শিক্ষিত মেয়েদের লিভ ইন না করাই ভাল। পাশাপাশি তিনি এও জানান, শিক্ষিত মেয়েদের লিভ ইন করলেও তাঁর আগে রেজিস্ট্রি করে নেওয়া উচিত। মা-বাবা মানতে না চাইলে সেক্ষেত্রে কোর্ট ম্যারেজ করা উচিত বলে তিনি জানান।

কৌশল কিশোরের এমন মন্তব্যে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিতর্ক। শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইটে দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্যে তিনি আশ্চর্য। মেয়েদের এদেশে জন্ম নেওয়া কতখানি বিপদের সেটাই বলা উচিত ছিল কেন্দ্রীয় মন্ত্রীর, এমনটাই মনে করেন প্রিয়াঙ্কা। পাশাপাশি তিনি এও জানান, কৌশল কিশোরের এমন মন্তব্য আসলেই নির্লজ্জ, হৃদয়হীন এবং নিষ্ঠুর। তাঁর এমন মন্তব্য সমস্ত সমস্যার জন্য মেয়েদের দোষারোপ করার মানসিকতা বলেই মনে করছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা চতুর্বেদী আরও জানান, প্রধানমন্ত্রী মহিলাদের সম্পর্কে যে ধরণের সম্মান পোষণ করেন, কেন্দ্রীয় মন্ত্রীর মতামত তার সম্পূর্ণই বিপরীত। বিষয়টি পর্যালোচনা করে কৌশল কিশোরকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করেন, এমন অনুরোধও জানিয়েছেন তিনি।

You may also like