মহানগর ডেস্ক : কে-পপ যে ঝড়ে এখন কাঁপছে গোটা বিশ্ব। কোরিয়ান গায়ক, তাদের কালচার, খাবার-দাবার, সাজগোজ সবকিছুতে বুঁদ হয়েছে গোটা পৃথিবী। গতকাল জনপ্রিয় কেপপ দল বিটিএসের এক সদস্যের জন্মদিন গেল। আর ঠিক তারপরেই কন বানেগা ক্রোড়পতিতে আচমকা হাজির বিটিএস। ব্যাপারটা বুঝতে পারছেন না নিশ্চয়ই। দাঁড়ান তবে বুঝিয়ে বলি।
আসলে জনপ্রিয় এই প্রশ্নোত্তরের খেলায় বিটিএস কে নিয়ে একটি প্রশ্ন করা হয়। আর তার ক্লিপিংস ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে সামনে বসে থাকা এক মহিলাকে বিগবি প্রশ্ন করছেন,’ বিটিএস দলের জিন, সুগা এবং জে-হোপ কোন দেশের লোক’? সেইসঙ্গে অপসানে দেন সাউথ কোরিয়া, ইরান, শ্রীলংকা এবং মঙ্গোলিয়া। তবে প্রশ্ন শুনেই চওড়া হাসি ফোটে প্রতিযোগীর মুখে। বিন্দুমাত্র সময় না নিয়ে সে উত্তর দেয় সাউথ কোরিয়া।
তবে তার মুখে হাসি ফুটতেই প্রশ্ন জাগে অমিতাভের মনে। সেই কথা বলে বসেন প্রতিযোগীকে। তারপরেই মুখ খোলেন প্রতিযোগী। জানান তিনি কে-পপের মারাত্মক ভক্ত। এরপর কেপপ সম্পর্কে যাবতীয় জিনিস জানান অমিতাভকে। সব শুনে প্রতিযোগীর কথা বেশ মনে ধরেছে বিগ বি’র। সেইসঙ্গে জানান,’ অন্যরকম কিছু শেখা গেল’।
তবে বিটিএস ভক্তরা ইতিমধ্যে হইচই জুড়ে দিয়েছেন এই ছোট্ট ক্লিপিংসকে ঘিরে। তাদের পছন্দের গানের দলকে নিয়ে প্রশ্ন করায় বেজায় খুশি ভক্তরা।