Home Featured Manjinder Singh Sirsa: ‘নাটক আর মিথ্যা ছাড়া কিছুই পারেন না কেজরিওয়াল’, মন্তব্য বিজেপি নেতার 

Manjinder Singh Sirsa: ‘নাটক আর মিথ্যা ছাড়া কিছুই পারেন না কেজরিওয়াল’, মন্তব্য বিজেপি নেতার 

by Anamika Nandi
Manjinder Singh Sirsa: 'নাটক আর মিথ্যা ছাড়া কিছুই পারেন না কেজরিওয়াল', মন্তব্য বিজেপি নেতার 

মহানগর ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিওয়াল (Arvind Kejriwal) সিঙ্গাপুরে ‘ওয়ার্ল্ড সিটিস সামিটে’ অংশ নেওয়ার সুযোগ মিস করে দিয়েছেন। সেখানে একজন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দিল্লি সরকার জানিয়েছে যে, সিঙ্গাপুর সফরের জন্য সমস্ত ফরমালিটিজ ২০ জুলাইয়ের মধ্যে শেষ হবার কথা ছিল। তবে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা সেই সংক্রান্ত জবাব দিয়েছেন ২১ জুলাই। যেখানে ভ্রমণের অনুমতি সংক্রান্ত ফাইলটি তাঁর কাছে পাঠানো হয়েছিল ৭ জুন। আর তার প্রায় দেড় মাস পর তিনি তাঁর জবাব দিয়েছেন। যার ফলে সমস্ত কিছুতেই দেরি হয়ে গিয়েছে। এদিকে শুক্রবার বিজেপির মনজিন্দর সিং সিরসা (Manjinder Singh Sirsa) দাবি করেছেন, কেজরিওয়াল আগে থেকেই জানতেন যে তিনি আবেদন করতে পারবেন না।

বরাবর কেন্দ্রের শাসক দলের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়েছে আপ। একদিকে দিল্লি সরকার জানিয়েছে, কেন্দ্র ফাইল পাস করতে দেরি করেছে। অন্যদিকে বিজেপি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রকের কাছে কেজরিওয়াল যাওয়ার আগেই সময়সীমা পার হয়ে গিয়েছিল। মূলত একটি আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিতেই সিঙ্গাপুর জেতেন দিল্লির মুখ্যমন্ত্রী। যেখানে বিশ্বব্যাপী নেতৃত্বরা অংশগ্রহণ করে থাকেন। এটি সাধারণত ৩১ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের অংশ না হতে পারার জন্য কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন কেজরিওয়াল। পরে যদিওবা বলেছেন, তিনি কাউকে দোষারোপ করছেন না।

অন্যদিকে বিজেপির সিরসা দাবি করেছেন, ‘আগে থেকেই অরবিন্দ জানতেন যে তিনি আবেদন করতে পারবেন না। তারপর এমইএ নিয়ে পোর্টালে আবেদন করার পর তিনি দাবী করেছেন, তাঁকে যেতে দেওয়া হচ্ছে না। খুবই লজ্জার বিষয়। তিনি বলেছিলেন যে, তাঁকে দিল্লি মডেল সম্পর্কে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। কিন্তু একই ধরনের আমন্ত্রণ পাঠানো হয়েছিল গুজরাট ও পুনের মেয়রদের কাছেও। তাঁর মিথ্যা এখন সামনে আসছে’।

সিরসার বক্তব্য, “ইচ্ছাকৃতভাবে ভি কে সাক্সেনার উপর দোষ চাপাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি নাটক আর মিথ্যা ছাড়া আর কিছুই করতে পারেন না”। এদিকে অরবিন্দ কেজরিওয়াল সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, “আমি যদি সিঙ্গাপুরে গিয়ে আমার বক্তব্য তুলে ধরতে পারতাম এবং ভারতে যে কাজ চলছে তা বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে পারতাম, তবে ভালো হতো”। প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কেজরিওয়াল চিঠি লিখে বলেছেন, “একজন মুখ্যমন্ত্রীকে এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া দেশের স্বার্থের পরিপন্থী”।

You may also like