Home Entertainment Bengali Serial Gaatchora: খড়ির জীবনে নেমে আসবে ঝড়! সুখী দাম্পত্য ওলোট-পালোট করবে মিঠাইয়ের শ্বশুর?

Bengali Serial Gaatchora: খড়ির জীবনে নেমে আসবে ঝড়! সুখী দাম্পত্য ওলোট-পালোট করবে মিঠাইয়ের শ্বশুর?

by Arpita Sardar

মহানগর ডেস্ক: সন্ধ্যা হলেই বাঙালীর ঘরে কান পাতলেই হয় স্টার জলসা নাহলে জি বাংলার সিরিয়ালের ডায়লগ শোনা যাবেই। একটা এপিসোড মিস মানেই যেন নাওয়া খাওয়া মাথায় ওঠে ঘরণীদের। তেমনই পছন্দের একটি সিরিয়াল ‘গাঁটছড়া’। সেখানে সরল অথচ ন্যায়ের প্রতীক খড়ি অর্থাৎ বাস্তবের সলাঙ্কি আপমোর জনগণ এর ভালোবাসার পাত্রী। তাই তাঁর জীবনের ভালো মন্দের সঙ্গে যেন জড়িয়ে রয়েছে জনগণের জীবন।

ইতিমধ্যে ধারাবাহিকের সম্প্রচারে খড়ির বাড়িতে পাঁচ বছর ধরে বন্ধ থাকা দুর্গোৎসব নতুন করে চালু করেছে তার রিলের স্বামী ঋদ্ধি মান সিংহরায়। গোটা সিংহরায় পরিবার সেই ভট্টাচার্য্য পরিবারের উৎসব কাটিয়ে বাড়ি ফিরেছে। আর খড়ি তার স্বামীর হাত ধরে তার প্রাণ প্রিয় জেঠুর স্বপ্ন পূরণ করতে পারি দিয়েছে শহরের সবথেকে বড় আর্ট কলেজে। আর তার সঙ্গে সে শপথ নিয়েছে তার জেঠুর খুনিকে খুঁজে বের করবে। কিন্তু সে বুঝতেই পারছে না যে এই খুনের সাথে জড়িয়ে রয়েছে তারই আপনজন। তাঁর কাছের মানুষ ঋদ্ধি! কারণ পুলিশ অফিসার সৌম্য ইতিমধ্যেই
খড়ির জেঠুকে চাপা দেওয়া গাড়ির নম্বর দেখে তদন্তে খুঁজে পেয়েছেন সেই গাড়ির মালিক ঋদ্ধি। কিন্তু এরই মধ্যে অষ্টমীর সকালে খড়িকে অজ্ঞাত পরিচিত, ফুলের তোড়া বসিয়ে এক চিরকুটে উল্লেখ করেন তার জেঠুর মৃত্যুর জন্য দায়ী তারই আপনজন। নিচে লিখে দেন ডি। আর এই ডি একাধিক বার সিংহরায় বাড়ির ক্ষতি করতে চেয়েছে। এবার ঋদ্ধিকে ধরিয়ে দিতে চাইছে। বেশ কিছু এপিসোড জুড়ে এই ডি কে দেখানো হয়েছে। কিন্তু তার মুখ এখনও দেখতে পায়নি দর্শক। তাকে কেবল একটি চেয়ারে বসে ডি লেখা ব্রেসলেট পড়ে অন্ধকার থেকে সিংহরায় বাড়ির ক্ষতির নির্দেশ দিতে রেখেছেন দর্শক।

বেশ অনেক দিন ধরেই ‘ডি’-এর ফোন পাচ্ছেন খড়ি ও তার পরিবার। আর
ধারাবাহিকে এই নতুন খলনায়ক কে অফস্ক্রিন খুঁজে পাওয়া গেল। সূত্র বলছে, তিনি হলেন কৌশিক চক্রবর্তীকে। কিছু দিন আগে পর্যন্ত তাঁকে জি বাংলা সম্প্রচারিত দুটি ধারাবাহিক মিঠাইয়ের শ্বশুরের চরিত্রে আবার কখনও পিলুর বাবার চরিত্রে দেখেছেন দর্শক। এ বার খড়ির জীবনে ঝড় তুলতে প্রকাশ্যে আসছেন ডি রুপী কৌশিক। আদ্যোপান্ত খলনায়কের চরিত্র। শনিবার থেকে শুরু হয়েছে শুটিং।

অনেক দিন ধরেই দর্শকের মনে প্রশ্ন ছিল কে এই ‘ডি’? শুধুই হাত দেখে কৌতূহল দিনে দিনে বেড়েই চলেছিল। আশা করা যায় আগামী মঙ্গলবার থেকেই পর্দায় সেই প্রশ্নের উত্তর পাবে দর্শক। জানা যাচ্ছে নতুন খলনায়ক আসলে সিংহরায় বাড়ির মালিক তথা সকলের আদরের দাদু দিদার বর্জিত মেজো ছেলে দীপাঞ্জন সিংহরায়। যার থেকে সংক্ষেপে ডি। এখন দেখার পালা ঋদ্ধি-খড়ির জীবনে কী কী বদল আনবে ডি, সেটাই দেখার।

You may also like