মহানগর ডেস্ক : বলিউডের অন্যতম সফল অভিনেত্রী কিয়ারা আদ্ভানি আচমকাই রেগে গেলেন পাপ্পারাজি। শুধু তাই নয় তাদের ওপর গলা পর্যন্ত তুললেন অভিনেত্রী। ঘটনাটি ঘটে মুম্বাইয়ের একটি ইভেন্টে হাজির হয়ে। সেখানেই পাপ্পারাজিদের ওপর রেগে যেতে দেখা গেল অভিনেত্রীকে।
গত বুধবার মুম্বাইয়ের একটি ইভেন্টে হাজির হয়েছিলেন কিয়ারা। সেখানে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন ,বিদ্যা বালান ,আদিত্য রায় কাপুরের মত তারকাদের। গুজরাটি ছবি চেলো শো যা ইতিমধ্যে অস্কারে মনোনয়ন পেয়েছে। তার স্পেশল স্ক্রীনিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে পৌছতে মুহুর্তের মধ্যে ফ্রেমবন্দি করতে শুরু করেন অভিনেত্রীকে। তবে আচমকাই এক বয়স্ক মানুষ সেখানে হাজির হলে ক্যামেরাম্যানরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। স্বাভাবিকভাবেই বয়স্ক হওয়ার কারণে ওই ব্যক্তি নিজের ভার সামলাতে না পেরে টাল খেয়ে যান। আর তাতেই বেজায় ক্ষেপেছেন অভিনেত্রী। পাপ্পারাজিদের ওপর গলা তুলে চিৎকার করতে শুরু করেন তিনি। এমনকি ক্ষমা চান ওই বয়স্ক ব্যক্তির কাছে।
তবে এটাই প্রথমবার নয়, এর আগেও তাছাড়া যাদের ওপর দিকে যেতে দেখা গিয়েছে বলিউড তারকাদের। সম্প্রতি তাপসী পান্নু রেগে গিয়েছিলেন পাপারাজ্জিদের ব্যবহারের উপর। তার ছবির প্রচারে এসে একজন জিজ্ঞাসা করেন রাজু শ্রীবাস্তবের মৃত্যুর প্রতিক্রিয়া। তাতেই বেজায় চটে যান অভিনেত্রী।