মহানগর ডেস্ক : বলিউড সুন্দরীরা মাঝে মধ্যেই তাদের ডি গ্ল্যাম লুকে ধরা দেন। রূপলি দুনিয়ায় যতই মেকআপ করে থাকুক না কেন তারা, জনসাধারণের সামনে আসার জন্য তারা হালকা টাচাপ বা একেবারে মেকআপ হীন অবস্থায় আসতেই পছন্দ করে। তবে মেকআপ ছাড়া চেহারা যে পরিচিতি বদলে দেবে এমনটা বোধহয় ঘুনাক্ষরেও ভাবতে পারেননি কিয়ারা আদ্ভানি।
সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে ফ্লোরাল ম্যাক্সি ড্রেসে ধরা দিয়েছেন অভিনেত্রী। তবে তাকে দেখে হেমা মালিনীর মেয়ে ইশা দেওয়ালের সঙ্গে গুলিয়ে ফেলেছেন অনেকে। কেউ কেউ তো তাকে বলেই দিলেন মুখের ওপর আপনাকে পুরো এশার মতো লাগছে। তবে মেকাপ হীন অবস্থাতেও অভিনেত্রীর গ্ল্যামার ছিল চোখে পড়ার মতো। তার সিল্কি স্মুথ স্কিন এবং ন্যাচারাল বিউটি নজর কেড়েছে উপস্থিত প্রত্যেকের। মাঝে মাঝে হাত নেড়ে পোজ দিয়েছেন কিয়ারা।
তবে ছবি সোশ্যাল মাধ্যমে আসতেই নেটিজেনরাও একমত ক্যামেরাম্যানদের সঙ্গে। কেউ লিখেছেন,’এ তো এশা দেওয়ালের ছেলেবেলার ছবির মত’। তো অন্য জন লিখেছেন,’ মেকআপ ছাড়া অবস্থাতেও একই রকম সুন্দর এবং কিউট’। এখনো পর্যন্ত শেষবার কিয়ারাকে পর্দায় দেখা গিয়েছে যুগ যুগ জিও ছবিতে। যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান। তবে আপাতত ‘সত্য প্রেম কি কথা’ ছবির কাজে ব্যস্ত তিনি। যেখানে তার বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।