Home Entertainment Kiara-Sidharth : সত্যি কি বিয়ে করছেন সিদ্ধার্থ- কিয়ারা? কী বলছেন অভিনেতা?

Kiara-Sidharth : সত্যি কি বিয়ে করছেন সিদ্ধার্থ- কিয়ারা? কী বলছেন অভিনেতা?

by Oindrila Chakraborty
Kiara-Sidharth : সত্যি কি বিয়ে করছেন সিদ্ধার্থ- কিয়ারা? কী বলছেন অভিনেতা?

মহানগর ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে ছাদনাতলায় বসতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদ্ভানি। সম্প্রতি অশ্বিনী আর্দির জন্মদিনেও হাজির হয়েছিলেন দুজনে। তা-ও একসঙ্গে। তারপর থেকেই জল্পনা যেন আরও কিছুটা উসকে গিয়েছে। তবে বরকে নিয়ে কোনদিনই তেমন লুকোছাপা করেননি সিদ্ধার্থ কিয়ারা। তবে শোনা যাচ্ছে পরের বছরেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই দুই লাভ বার্ড। যদিও এখনো পর্যন্ত নিজেদের মুখ বন্ধ রেখেছেন দুজনে।

দিন কয়েক আগে কফি উইথ করণ’-এর শোতে আলাদা আলাদা হাজির হয়েছিলেন কিয়ারা সিদ্ধার্থ। সেখানেও সঞ্চালক তাদের মুখ দিয়ে হাজার বার চেষ্টা করেছেন কথা বের করতে। যদিও তারা এড়িয়ে গেলেও কিয়ারার সঙ্গে আসা শাহিদ অলিখিত ঘোষণা করে দিয়েছেন পরের বছর কিছু একটা আসতে চলেছে সিদ্ধার্থ কিয়ারার। এবং সেটি কোন ছবি নয়। তারপর থেকেই জল্পনা আরো বেশি করে দানা বাধতে শুরু করেছে।

অন্যদিকে এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানিয়েছেন,’ আমি যদি বিয়ে করি তাহলে চেপে চেপে রাখা খুব সমস্যার ব্যাপার’। একইসঙ্গে সূত্রের খবর মারফত জানা গিয়েছে, বলিউডকে তেমনভাবে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেই তাদের। পরিবারের মধ্যে একই সঙ্গে নিজেদের প্রিয় জনের মধ্যেই বিয়ে সারার পরিকল্পনা রয়েছে তাদের। পরে ককটেল পার্টির মাধ্যমিক বলিউডকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে তাদের এমনটাই জানা গিয়েছে। তবে এই খবর পুরোটাই জল্পনা। এখনো পর্যন্ত বিয়ে, নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা।

You may also like