মহানগর ডেস্ক : এই মুহূর্তে টিনসেল টাউনের অন্যতম হট চর্চা কিয়ারা আদবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে। শেরশাহ ছবিতে অভিনয় করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন তারা। যদিও সে কথা স্বীকার না করলেও অস্বীকার করেননি কেউ। ঠারেঠরে, হাবে ভাবে ইনস্টা পোস্টের মাধ্যমে একে অপরের কাছে প্রেম জাহির করেছেন এই কপোত কপতি। সেই কারণেই আশায় দিন গুনছিলেন তাদের অনুরাগী।
প্রথমে শোনা গিয়েছিল চলতি বছর ডিসেম্বর মাসে নাকি চার হাত এক হতে চলেছে এই লাভ বার্ডের। তবে এখন শোনা যাচ্ছে এ বছর নয়, নতুন বছরের জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। এর মাঝেই এলো আরেক খবর। সিদ্ধার্থ এবং কিয়ারার অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, এই সম্পূর্ণ খবরটাই মিথ্যে। শুধু তাই নয় এটা নাকি উড়ো খবর। মুহূর্তে দুজনেই দুজনের ক্যারিয়ারের তুঙ্গে রয়েছেন। তাই বিয়ে নিয়ে কেউই এখন কিছু ভাবছেন না। যতক্ষণ না তারা নিজেরা জানাচ্ছেন তাদের সম্পর্কের কথা বা বিয়ের কথা ততক্ষণ কারোর কথায় না পরামর্শ দিয়েছেন সেই ‘বিশেষ বন্ধু’।
তবে এই খবর সত্যিই উড়ো নাকি আর বাকি পাঁচটা সেলিব্রেটির মতো নিজেদের বিয়েকে আড়াল করার চেষ্টা করছেন এই দুই লাভ বার্ড তা অবশ্য সময় বলবে। আপাতত কিয়ারা ব্যস্ত তার পরবর্তী ছবি গোবিন্দা নাম মেরা ছবির কাজে। জোর কদমে করছেন ছবির প্রচার।