মহানগর ডেস্ক: রীতিমতো রুদ্ধশ্বাস থ্রিলারের মতোই ঘটনা। রাজস্থানের যোধপুরে (Jodhpur) পুলিশের সামনেই তাঁদের উনিশ বছরের মেয়েকে গাড়িতে তুলে নিয়ে অপহরণ (Kidnapped Girl) করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অপহৃত উনিশ বছরের মেয়েটি বাবা-মায়ের অমতে ( Married Against Parents Will) বিয়ে করে। এতে তার পরিবার ও আত্মীয়রা প্রচণ্ড ক্ষুব্ধ হয়। এরপরই তাঁর আত্মীয়েরা বিলাদা থানায় নিখোঁজের ডায়েরি করে। এরপর তরুণী তার সদ্য বিবাহিত স্বামীকে নিয়ে ওই থানাতেই তার বয়ান নথিভুক্ত করে এবং নিরাপত্তার আর্জি জানায়। সেসময়ই সেখানে গাড়ি নিয়ে উপস্থিত হয় তার আত্মীয়েরা।
তাকে দেখে পুলিশের সামনেই টানতে টানতে গাড়িতে টেনে তোলেন তাঁরা। তারপরই তাকে নিয়ে গাড়িটি থানা চত্বর থেকে পালিয়ে যায়। অপহরণের ঘটনার ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওয় দেখা যায় থানার সামনে একটি গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে অনেকে নেমে হাত ধরে টানছে ওই তরুণীর। তারপর গাড়িতে জোর করে তুলে গাড়ি দ্রুত চলে যাচ্ছে। গাড়ির পেছনে পুলিশ ও তার স্বামীকে ছুটতে দেখা যায়। যদিও তিন ঘণ্টা পর ওই তরুণীতে ছেড়ে দেওয়া হয়। বিলাদা থানার পুলিশ জানিয়েছে, তরুণীটি তার স্বামীকে নিয়ে পরিবারের সঙ্গে মিলিত হয়েছে। যদিও তার পরিবারের পাঁচ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও পুলিশ ওই তরুণী ও তার স্বামীর পরিচয় জানায়নি। তবে এই বিয়ে তার পরিবার শেষপর্যন্ত মেনে নিয়েছে কিনা, সে খবর জানা যায়নি।