Home Featured Jammu-Kashmir: খতম পুলিশকর্মী হত্যায় জড়িত জঙ্গি, নিকেশ আরও ১

Jammu-Kashmir: খতম পুলিশকর্মী হত্যায় জড়িত জঙ্গি, নিকেশ আরও ১

by Anamika Nandi

মহানগর ডেস্ক: গত শনিবার জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। মঙ্গলবার সকালে সেই খুনের সঙ্গে জড়িত জঙ্গিকে (Terrorist) খতম করেছে কাশ্মীর পুলিশ (Kashmir Police)। পুলওয়ামা (Pulwama) এলাকায় সোমবার রাত থেকেই সেনা-জঙ্গির গুলির লড়াই চলছিল। সর্বশেষ খবর অনুযায়ী, উত্তর কাশ্মীরের আরেকটি জায়গায় অভিযান চালায় সেনা-পুলিশের যৌথ বাহিনী। যেখানে নিকেশ হয়েছে আরও ১ সন্ত্রাসবাদী। এখনও তল্লাশি জারি রয়েছে।

কাশ্মীর পুলিশের আইজি জানিয়েছেন, ‘জইশ-ই-মহম্মদ জঙ্গি মাজিদ নাজিরকে খতম করা হয়েছে। শনিবার এসআই ফারুক মীরকে হত্যা করেছিল এই জঙ্গি। পুলওয়ামার তুজান গ্রামে পুলিশ ও সেনার যৌথ অভিযানে এদিন নিকেশ হয়ছে মাজিদ। সেইসঙ্গে পুলিশ সূত্রে, উত্তর কাশ্মীরের সোপারে আরও একজনকে খতম করা হয়েছে।

আরও পড়ুন: জীবন যুদ্ধে হার না মানার লড়াই,ক্ষত নিয়েই চাকরিতে যোগ দিলেন রেণু

সোমবার গভীর রাত থেকেই, জঙ্গি দমনে উঠে পড়ে লেগেছে কাশ্মীর পুলিশ। শনিবার দিন ছুটিতে থাকা এক কাশ্মীর পুলিশ প্রাণ হারান জঙ্গিদের গুলিতে। পাম্পোরে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। ধানক্ষেত থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। বিশেষজ্ঞদের মতে, ভূস্বর্গের তরুণ প্রজন্ম যাতে নিরাপত্তা বাহিনীতে যোগ না দেয়, সেই জন্য বেছে বেছে পুলিশকর্মীদের নিশানা করছে জঙ্গি সংগঠনগুলি। পুলিশ সূত্রে, চলতি বছরে ১১৪ জন সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে।

যাদের মধ্যে ৩২ জন বিদেশি। আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। সেই সময় পুণ্যার্থীদের উপর হামলা করার, হুমকি দিয়েছে বেশকিছু জঙ্গি সংগঠন। এই মর্মে নিরাপত্তায় রাখা হচ্ছে বাড়তি সর্তকতা।

You may also like