Home National KINDERGARTEN SCHOOL: শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার প্রিন্সিপালের গাড়ির চালক

KINDERGARTEN SCHOOL: শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার প্রিন্সিপালের গাড়ির চালক

by Arpita Sardar
kindergarten school, 4 year child, physical assault, school, principal car driver

মহানগর ডেস্কঃ ফের শিশুকে যৌন নিগ্রহের ঘটনা। চার বছরের এক শিশুকে লাগাতার যৌন নিগ্রহের অভিযোগ উঠল স্কুলের প্রিন্সিপালের গাড়ির চালকের বিরুদ্ধে। এমনই অমানবিক ঘটনা ঘটেছে হায়দ্রাবাদের বানজারা হিলসের ডিএভি পাবলিক স্কুলে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই স্কুল থেকে বাড়ি ফেরার পরে বাচ্চাটির ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেন তাঁর মা। শিশুটির মা জানিয়েছেন, স্কুল থেকে বাড়ি ফেরার পরে শিশুটি মনমরা হয়ে থাকত, আবার কখনও কান্নাকাটিও করত। মায়ের জেরার মুখে পড়ে অবশেষে নিজের সমস্যার কোথা খুলে জানায় সে। সব শুনে তাঁর মা শিশুকে নিয়ে স্কুলে গেলে প্রিন্সিপালের গাড়ির চালক অভিযুক্ত রজনী কুমারকে চিনিয়েও দেয় সে।

শিশুটি চিনিয়ে দেওয়ার পরেই অভিযুক্তকে ব্যাপকভাবে মারধর করে শিশুর অভিভাবকেরা। বানজারা হিলস পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছে যৌন নিগ্রহের অভিযোগ। এই বিষয়ে স্কুলের গাফিলতির অভিযোগ তুলেছেন নির্যাতিত শিশুর মা-বাবা। শিশুটি জানিয়েছে একদিন , দু’দিন নয় প্রিন্সিপালের ঘরের বিপরীতে একটি ফাঁকা ল্যাবে দীর্ঘ চার মাস ধরে নিগ্রহ করত। স্কুলের আয়া-শিক্ষকের নজর এড়িয়ে কীভাবে এমন ঘটনা ঘটল তাই নিয়েই উঠছে প্রশ্ন।

নির্যাতিত শিশুটির বর্তমানে মনরোগ বিশেষজ্ঞের কাছে কাউন্সেলিং চলছে বলে জানা যাচ্ছে। সেখানে শিশুটি তার উপর অত্যাচারের বিস্তারিত বর্ণনা করেছে। অভিযুক্ত রজনী কুমারের বিরুদ্ধে ৩৭৬ ধারায় এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি সামনে আসার পরে স্কুলের বাকি অভিভাবকেরাও সরব হয়েছেন। অভিযুক্ত রজনী আরও কোনও শিশুর সঙ্গে এমন কাণ্ড ঘটিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।

You may also like