মহানগর ডেস্ক: কুড়ি বিশ ক্রিকেট বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে রীতিমতো পর্যদুস্ত হতে হয়েছে বিরাট বাহিনীকে। ওয়ার্ম আপ ম্যাচগুলিতে দুরন্ত জয় পেলেও আসল টুর্নামেন্টে ছাপ ছাড়তে ব্যর্থ হয়েছে ভারত। দুটি ম্যাচেই ঘটেছে ব্যাটিং বিপর্যয়। নেট রান রেটও তলানিতে। সকলে প্রায় ধরেই নিয়েছেন যে সেমিফাইনালে ওঠা ভারতের পক্ষে সম্ভব নয়।
তবে কী বলছে গণিত? ক্ষীণ আশা অবশিষ্ট রয়েছে কী? উত্তরটা কিন্তু হ্যাঁ। কিন্তু কাজটা মোটেও সোজা নয়। গরিষ্ঠের কাছেই প্রায় অসম্ভব মনে হবে। ভারতকে গ্রুপের অবশিষ্ট তিনটি ম্যাচ যে কোনও মূল্যে জিততেই হবে। পাশাপাশি আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার দিকেও তাকিয়ে থাকতে হবে। এই তিন দল যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলেই একমাত্র ভারতের ভাগ্যে শিকে ছিঁড়বে।
তবে মনে রাখা প্রয়োজন যে আফগানিস্তানের নেট রান রেট অনেকটাই বেশি ভারতের থেকে। তাঁরা যেভাবে স্কটল্যান্ডকে দুরমুশ করেছে তাঁর জেরেই এই মুহূর্তে তাঁদের NRR হল +৩.০৯৭। অন্যদিকে ভারতের NRR এই মুহূর্তে ঋণাত্মক (-১.৬০৯)। তাই ভাগ্যই একমাত্র ভরসা টিম ইন্ডিয়ার।
Also Read:
Home মহানগর 24x7 Exclusive World T20 Championship: কোন অঙ্কে সেমিফাইনালে পৌঁছতে পারে টিম ইন্ডিয়া? জেনে নিন