মহানগর ডেস্কঃ ১ টি মাত্র টিকিট, আর তার বিনিময়ে দেখা যাবে ২১ টি দর্শনীয় স্থান। লাইন দিয়ে নেই টিকিট কাটার ঝক্কিও। শহরের মূল ২১ টি দর্শনীয় স্থান, ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া সহ বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখা যাবে মাত্র একটি টিকিটে। ওই টিকিট সংরক্ষণ করা যাবে অনলাইনে।
বুধবার বিকেলে ভ্রমণপ্রিয় বাঙালিদের এমন সুখবরই শোনালেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় জানিয়েছেন, আপাতত ওই টিকিটে ২১ টি দর্শনীয় স্থান দেখার সুযোগ থাকলেও পরে সেই তালিকা দীর্ঘ হবে। পাশাপাশি পর্যটন মন্ত্রীর তরফে জানানো হয়েছে, কিছু কিছু এন্ট্রি ফি তে বিশেষ বিশেষ ছাড়ও পাবেন ভ্রমণ পিপাসুরা।
ওই অনলাইন টিকিট আসলে একটি কিউ আর কোড বেসড পাস। নাম সিটি পাস। অনলাইনে সংরক্ষণ করার পরে মোবাইলে একটি ইউনিক কিউ আর কোড হিসেবে আসবে। সেই কিউ আর কোড স্ক্যান করালেই প্রবেশাধিকার মিলবে কলকাতার ২১ টি দর্শনীয় স্থানে।
বাবুল সুপ্রিয় বুধবার জানান, কলকাতার পর্যটন ব্যবসাকে আরও আকর্ষণীয় এবং ঝঞ্ঝাটমুক্ত করার ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষত বিদেশ বা দেশের অন্যান্য রাজ্য থেকে কলকাতায় বেড়াতে আসা পর্যটকদের কথা ভেবেই কলকাতার দর্শনীয় স্থানগুলিকে একটিই টিকিটের অধীনে আনার কথা ভেবেছে পর্যটন দফতর।