মহানগর ডেস্ক: ভরা বর্ষাতে গলদঘর্ম অবস্থা শহর কলকাতার। উর্ধ্বমুখী তাপমাত্রা। একদিকে বানভাসী উত্তরবঙ্গের জেলাগুলি, অন্যদিকে বৃষ্টির আকাল দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের (Alipur Weather Office) সূত্র অনুযায়ী, সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। দিনভর চড়া রোদ বজায় থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির কাছাকাছি। মূলত বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়তেই, আর্দ্রতা জনিত অস্বস্তি বেশি হচ্ছে। আজ কলকাতায় আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ থাকবে।
আরও পড়ুন, সাংবাদিকদের জেলে পোরা উচিত নয়, ফ্যাক্টচেকার জুবেইরের গ্রেফতার নিয়ে মত ক্ষুব্ধ রাষ্ট্রসঙ্ঘের
অন্যদিকে অতিরিক্ত বর্ষার জেরে উত্তরবঙ্গের হাল খারাপ। বুধবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বিশেষত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি। সেইসঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, ২ দিনাজপুর সহ আরও বেশ কিছু জায়গায়। হাওয়া অফিস সূত্রে, শুক্রবার থেকে কিছুটা হলেও বৃষ্টিপাতের পরিমাণ কমবে। বন্যায় ভয়াবহ অবস্থা অসমের।
চলতি বছরে এই নিয়ে দু’বার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ভিটেমাটি ছাড়া হয়েছে বহু মানুষ। এখনও পর্যন্ত ৭৫৯টি ত্রাণ শিবির চলছে। যেখানে আশ্রয় নিয়েছেন দুই লাখেরও বেশি জন। মারা গিয়েছেন প্রায় ১০০ জনের কাছাকাছি। সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউডের প্রথম সারির তারকারা। এদিকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত এই মুহুর্তেই হচ্ছেনা। সপ্তাহের শেষে তা হলেও হতে পারে।