মহানগর ডেস্ক: পুজোর আগেই ফের সুখবর আসতে চলেছে, সম্ভাবনা এমনটাই।কেন্দ্রীয় সরকার আর কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি সংক্রান্ত যে কোনও ঘোষণা করতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের এর জেরে বিপুল লাভ হতে চলেছে।দুর্গাপুজো কিংবা কালিপুজোর সময়ে কেন্দ্রীয় সরকার, কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে।এমনটাই অনুমান করা যাচ্ছে।দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কর্মীরা মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন।
মিডিয়া রিপোর্ট অনুসারে, ডিএ ৪ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যেখানে আগে ৩ শতাংশ বৃদ্ধি আশা করা হয়েছিল।ভোক্তা মূল্য সূচক (CPI-IW) এর ভিত্তিতে শিল্প শ্রমের তথ্য অনুসারে DA গণনা করা হয়।সূত্রের খবর, 4 শতাংশ DA বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।যদিও কেন্দ্রীয় সরকারের তরফে ডিএ ঠিক কতটা বৃদ্ধি পাবে তা এখনও ঘোষণা করা হয়নি।আপাতত রিপোর্টের ভিত্তিতে এই অনুমান করা হচ্ছে।
যদি প্রতি মাসে একজন কর্মচারীর বেতন ৫০ হাজার টাকা হয় তাহলে বেসিক স্যালারি হবে ১৫ হাজার টাকা। যদি ৬,৩০০ টাকা পান বর্তমানে ডিএ হিসাবে, যা মূল বেতনের ৪২ শতাংশ।যদি ডিএ ৪ শতাংশ বৃদ্ধি পায়, তবে বেতনের ডিএ প্রতি মাসে ৬,৯০০ টাকা হবে। অর্থাৎ আরও ৬০০ টাকা বেতন বাড়বে।যদি আপনার বেতনে ডিএ ৬০০ টাকা বৃদ্ধি পায়, তাহলে ৩ মাসের বকেয়া ডিএ অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া ডিএ-ও পাওয়া যাবে পুজোর মাসে।তার মানে যদি বেতনের সঙ্গে অক্টোবরের ডিএ যোগ করা হয়, তাহলে অক্টোবরের বেতন ২,৪০০ টাকা হবে।
সেইসঙ্গে দীপাবলির আগে বোনাসও পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একসঙ্গে তিন বিরাট লাভ অপেক্ষা করছে।ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে ২৪ অক্টোবরের আগেই।এবার ৪ % হারে ডিএ বাড়ানো হলে তা গিয়ে দাঁড়াবে ৪৬ শতাংশে। এই হিসাব ধরে চললে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে মহার্ঘ ভাতার পরিমাণ ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বোনাসও পেতে পারেন দীপাবলির আগে।