Home Kolkata স্কুলের নামে বেরিয়ে নিখোঁজ, ২৪ ঘন্টা পর সিটি সেন্টার 1-থেকে উদ্ধার হল ১৪ বছরের ছাত্রী

স্কুলের নামে বেরিয়ে নিখোঁজ, ২৪ ঘন্টা পর সিটি সেন্টার 1-থেকে উদ্ধার হল ১৪ বছরের ছাত্রী

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক, কলকাতা: স্কুল থেকে নিখোঁজ হওয়ার একদিন পরেই মিলল একটি ছাত্রীটিকে। ঘটনাটি ঘটেছে সিটি সেন্টার 1-এ।দক্ষিণ কলকাতার স্কুল থেকে নিখোঁজ এক ছাত্রীকে ২৪ ঘণ্টার মধ্যেই খুঁজে বের করল লোকাল থানার পুলিশ৷ মঙ্গলবার সিটি সেন্টার ওয়ান থেকে উদ্ধার করা হল কিশোরীটিকে।

এরপর তাঁরা ছাত্রীটিকে উদ্ধার করে প্রথমে গড়িয়াহাট থানায় নিয়ে যায়। তবে মেয়েটির পরণে কোনও স্কুলের ইউনিফর্ম ছিল না, বরং সাধারণ পোশাকে তাঁকে পাওয়া যায়৷ সুতরাং বোঝা যাচ্ছে, মেয়েটি স্কুলের নাম করে বাড়ি থেকে বেরোলেও স্কুলে যায়নি। কোনওভাবে পোশাক পরিবর্তন করে ,সাধারণ পোশাক পরেছিল মেয়েটি৷ কিন্তু সঠিকভাবে ঠিক কী ঘটনা ঘটেছিল তা এখনও নিশ্চিত নয়৷ ছাত্রীটির জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু মেয়েটি রীতিমতো ভয়ে রয়েছে।

স্কুল থেকেই নিখোঁজ হয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্রী। এরপর স্কুলে খোঁজাখুজির পর তারা বাবা-মা গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করে। গত সোমবার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেনি ওই ছাত্রী। নিখোঁজ ছাত্রীর বয়স ১৪ বছর। প্রতিদিন তাঁর বাবা-মা স্কুল থেকে আনতে যেত। সোমবারও তেমনি স্কুলে আনতে গিয়ে ছাত্রীর বাবা মা দেখেন স্কুলে নেই তাঁদের সন্তান। কিন্তু স্কুল থেকে কীভাবে নিখোঁজ হল ওই ছাত্রী? তা এখনও জানা যায়নি। স্কুল কর্তৃপক্ষও কিছু বলতে পারছেনা।

You may also like