মহানগর ডেস্ক: অঘটন ঘটলো তৃতীয়ার ভোরে।অগ্নিকাণ্ড দমদমের এক পুজোমণ্ডপে।মঙ্গলবার ভোর ৫টা নাগাদ নেতাজি সংঘ ক্লাবের সদস্যদের নজরে আসে, তাঁদের মণ্ডপে আগুন লেগেছে। দমকলে খবর পাঠানো হয়।ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মণ্ডপের অধিকাংশ পুড়ে গিয়েছে। দুর্ঘটনার জেরে উদ্যোক্তাদের মাথায় হাত।কীভাবে পুনর্নির্মাণ করা যাবে, তা নিয়ে চিন্তায় তাঁরা। কীভাবে অগ্নিকাণ্ড ঘটল, সে বিষয়ে কোনও ইঙ্গিত নেই বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। দমদম থানার পুলিশ নেমেছে তদন্তে।
জয়দেব মজুমদার নামে দমদম নেতাজি সংঘের পুজো উদ্যোক্তাদের মধ্যে এক সদস্য জানাচ্ছেন, ”আমরা রাতে কাজ সেরে সকলে চলে গিয়েছিলাম যে যার বাড়ি। হঠাৎ ভোরবেলা একজন খবর দিলেন যে মণ্ডপে নাকি আগুন লেগেছে। আমি দৌড়ে গিয়ে দেখলাম, মণ্ডপটা জ্বলছে। উপরের দিক থেকে আগুন লেগে গিয়েছে। চারপাশ থেকে সবাই জল দিচ্ছে।”
আগুন লাগল কীভাবে? নাকি অগ্নিসংযোগ করেছে বাইরে থেকে কেউ বা কারা? এই প্রশ্নের জবাবে জয়দেববাবু জানান, এ বিষয়ে তাঁর কোনও ধারণা নেই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও এই ঘটনা কীভাবে, তা ভেবেই চিন্তিত উদ্যোক্তারা।এর আগে বালুরঘাটের একটি পুজোমণ্ডপে ভাঙচুর হয়েছিল। হুগলির কানাইপুরেও একটি পুজোমণ্ডপে সম্প্রতি আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় মণ্ডপ।এবার খাস কলকাতায় এই ঘটনা। উদ্যোক্তারা জানাচ্ছেন, মণ্ডপের কাঠামো, কাপড়-সহ অধিকাংশই পুড়ে গিয়েছে। বিষয়টি দমদম থানায় জানানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।তৃতীয়ার দিন ভোরবেলায় মণ্ডপে আগুনের ঘটনায় শুধু উদ্যোক্তারাই নন, এলাকাবাসীও সমানভাবে চিন্তিত।