Home Kolkata কলকাতা পুলিশের দায়িত্বে থাকা এই ‘সুপার এইট’ করবে ভাঙড়ের হাঙরদের কবজা! দেখে নিন লিস্ট

কলকাতা পুলিশের দায়িত্বে থাকা এই ‘সুপার এইট’ করবে ভাঙড়ের হাঙরদের কবজা! দেখে নিন লিস্ট

by Mahanagar Desk
26 views

মহানগর ডেস্ক: কলকাতা পুলিশের অধীনে ভাঙড়কে আনার কথা ঘোষণা হয়েছে আগেই। ভাঙড়কে আলাদা একটি ডিভিশন করা হয়েছে আটটি থানাকে নিয়ে। কলকাতা পুলিশের সোমবার থেকে ভাঙড় ডিভিশন চালু করার কথা। আপাতত উত্তর কাশীপুর, চন্দনেশ্বর,ভাঙড়, পোলেরহাট –চার্জ নেওয়া হচ্ছে এই চারটি থানার।

ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে আটজন ইন্সপেক্টরকে ভাঙড়ে পাঠানো হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখতে। শনিবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার।ইন্সপেক্টর সুশান্ত মণ্ডলকে পাঠানো হয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগ থেকে, ভাঙড় থানার ওসি হিসাবে।সেন্ট্রাল ডিভিশন থেকে হরিদাস বৈদ‌্য যাচ্ছেন অতিরিক্ত ওসি হিসাবে। অমিতকুমার চট্টোপাধ‌্যয় হচ্ছেন উত্তর কাশীপুরে ওসি।

ফিরোজ তামাংকে করা হয়েছে উত্তর কাশীপুরের অতিরিক্ত ওসি। সুনীল দেবনাথ হচ্ছেন চন্দনেশ্বরের ওসি।কার্তিককে অতিরিক্ত ওসি করা হয়েছে গোয়েন্দা দপ্তরের জন্য।পোলেরহাট থানার ওসি করা হয়েছে জোড়াবাগানের অতিরিক্ত ওসিকে। অতিরিক্ত ওসি থাকছেন বন্দর ডিভিশনের মণীশ সিং। মাধবপুর, বোদরা, হাতিশালা ও বিজয়গঞ্জ –কাজ এখনও শেষ হয়নি এই চারটি থানার পরিকাঠামোর। তাই কলকাতা পুলিশ আপাতত ওই চার থানা থেকে পরিষেবা দিতে চাইছে।

You may also like