Home Kolkata নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে বড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে বড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

by Shreya Maji
1 views

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায়  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেওয়া যাবে না কোনও পদক্ষেপ। এমনটাই আজ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এই রায়ের পরেই বড় স্বস্তিতে অভিষেক।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন এখনই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না। কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর ইডি অভিষেকের বিরুদ্ধে কোনও নতুন তথ্য জোগাড় করতে পারেনি । সেই কারণেই  তাঁর বিরুদ্ধে এই মুহূর্তে কোনও পদক্ষেপ  নেওয়া যাবে না বলেই সাফ জানিয়েছেন বিচারপতি। তবে ইডি অভিষেকের বিরুদ্ধে যে ইসিআইআর (ECIR) দায়ের করেছিল আদালত  তা খারিজ  করেনি।

জানিয়ে রাখা ভাল, নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায়। তার পরেই এই মামলায়  তৃণমূল সাংসদের নাম জড়িয়ে যায়। তারপরেই অভিষেকের বিরুদ্ধে এফআইআর করতে পারে ইডি এমনটাই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই আবেদনের খারিজের আর্জি করা হয়েছিল। তবে যাই হোক বিচারপতি তীর্থঙ্কর ঘোষের রায়ে আপাতত স্বস্তিতে অভিষেক।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved