HomeKolkataদিল্লির কর্মসূচির দিনই অভিষেককে তলব ইডির

দিল্লির কর্মসূচির দিনই অভিষেককে তলব ইডির

- Advertisement -

মহানগর ডেস্ক, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অর্থাৎ ৩ অক্টোবর ফের  জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়েছে। ঘটনাচক্রে সেদিনই কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কথা অভিষেকের (Abhishek Banerjee)। সুতরাং তিনি ৩ অক্টোবর ইডি দপ্তরে হাজিরা দিতে পারবেন কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

এদিকে তৃণমূলের দাবি,  দলীয় কর্মসূচির দিনটাকে বেছে নিয়ে ইডি আরও একবার প্রমাণ করে দিল যে বিজেপি শাসকদলের ভূমিকা নিয়ে রীতিমতো ভয়ে কুপোকাত। তবে থেমে থাকলেন অভিষেক, একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে বিজেপিকে ধুয়ে দিলেন। তাই একের পর এক বাধা দিয়েও লাভ নেই।

সূত্রের খবর, আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিষয়টি নিশ্চিত করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘রাজ্যের প্রাপ্য টাকার দাবি জানিয়ে যে দিন দিল্লিতে কর্মসূচি রয়েছে, সেদিনই তলব করা হল। এতেই প্রমাণ হয় আসলে কারা ভয় পাচ্ছে।’ উল্লেখ্য চলতি মাসেই কয়লা পাচার কাণ্ড নিয়ে ইডি তলব করেছিল অভিষেককে। প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুক্তি দেওয়া হয় তাঁকে। তবে আগামী ৩ অক্টোবর ইডি-র তলবে অভিষেকের সাড়া দেওয়ার সম্ভাবনা খুব কম। ২ ও ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে অভিষেকের নেতৃত্বে কয়েক হাজার কর্মী যোগ দেবেন। সূতরাং ওই কর্মসূচি ছেড়ে অভিষেক কলকাতায় হাজিরা দেবেন না সেটাই নিশ্চিত।

Most Popular