Home Kolkata ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি

ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি

by Shreya Maji
53 views

মহানগর ডেস্ক: দিনে দিনে বিপদজনক রাস্তা হয়ে উঠছে কলকাতার অন্যতম সংযোগ কেন্দ্র মা উড়ালপুল। মঙ্গলবার সাত সকালে ঘটেছে দুর্ঘটনা। অফিস টাইমে দুর্ঘটনা ঘটায় যানজট তৈরি হয়।

একটি বড় ট্রাভেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লাইট পোস্টে ধাক্কা দিতেই বিপত্তি সৃষ্টি হয়।  জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ন’টা নাগাদ পার্ক সার্কাস থেকে চিংড়িঘাটা যাওয়ার রাস্তার দিকে একটি শাটল ট্রাভেলার গাড়ি আসছিল।  গাড়ির গতিবেগ  বেশী থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্টে ধাক্কা মারে । গাড়ির ডানদিকে অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। দ্রুত গতিতে থাকার কারণেই এই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনায়  কেউ আহত বা নিহত হয়নি।

বিস্তারিত আসছে…

You may also like