Home Kolkata কলকাতায়  পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের রাতে চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়   

কলকাতায়  পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের রাতে চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়   

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: সারা দেশ এখন মেতে উঠেছে বিশ্বকাপ নিয়ে। ঘরে ঘরে চলছে বিশ্বকাপ নিয়ে তর্ক বিতর্ক।শহর ফুটছে বিশ্বকাপ জ্বরে।পাকিস্তান ও বাংলাদেশ আজ ক্রিকেটের ‘নন্দন কানন’ ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে। ইতিমধ্যে ইডেন হাউসফুল। বিক্রি হয়ে গিয়েছে প্রায় সব টিকিট। কিন্তু দর্শকদের চিন্তা একটাই।কীভাবে ম্যাচ শেষে বাড়ি ফিরবেন?

এবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ক্রিকেটপ্রেমীদের চিন্তা দূর করতে এগিয়ে এল।জানিয়ে দিল, মঙ্গলবার রাত সাড়ে দশটার পর এক জোড়া মেট্রো চালাবে তারা। রাত পৌনে ১১টায় এসপ্ল্যানেড থেকে একটি মেট্রো যাবে দক্ষিণেশ্বর। শেষ স্টেশনে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। একই সময় আরেকটি মেট্রো এসপ্ল্যানেড থেকে রওনা দিয়ে কবি সুভাষে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। ফলে বাড়ি ফিরতে সমস্যায় পড়বেন না দর্শকরা চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দেখে।

শুধু কলকাতার দর্শক নয়, দুই দলের ম্যাচ দেখেতে সীমান্ত পেরিয়েও আসছেন দর্শকরা। তাঁদের কথা মাথায় রেখে চলবে অতিরিক্ত বাসও। এমনই খবর পরিবহণ দপ্তর সূত্রে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, একজোড়া বিশেষ মেট্রো সব স্টেশনেই থামবে। টিকিট কাউন্টারও খোলা থাকবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved