Home Kolkata সূর্যের আরও কাছে আদিত্য এল -১! বিরাট সুখবর দিল ইসরো

সূর্যের আরও কাছে আদিত্য এল -১! বিরাট সুখবর দিল ইসরো

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেওয়া ভারতের সূর্যযান আদিত্য-এল১ নিয়ে বড়সর আপডেট দিল ইসরো। গত ২ সেপ্টেম্বর শনিবারই সূর্য অভিযানে পাড়ি দেয় এদেশের সৌরযান আদিত্য এল -১। উৎক্ষেপণের পর, ইসরো মঙ্গলবার সকালে তার এক্স হ্যান্ডেলে জানায়, আদিত্য-এল ১ সফলভাবে দ্বিতীয়বার তার কক্ষপথ পরিবর্তন করেছে। আদিত্য-এল ১- এর কক্ষপথ পরিবর্তন চলাকালীন, এটি বেঙ্গালুরু এবং পোর্ট ব্লেয়ারে স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাক করা হয়েছে।

পৃথিবী থেকে পাড়ি দেওয়ার পর গত ৩ সেপ্টেম্বর প্রথমবার কক্ষপথ পরিবর্তন করে ভারতের প্রথম সৌরযান আদিত্য এল ১। এরপর ইসরোর পরিকল্পনা অনুসারেই আদিত্য প্রথম কক্ষপথ ছেড়ে পৌঁছে গেলো দ্বিতীয় কক্ষপথে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, আদিত্য-এল১ এখন ২৪৫ কিমি x ২২৪৫৯ কিমি কক্ষপথ ছেড়ে ২৮২ কিমি x ৪০২২৫ কিমি পৌঁছেছে। এটি আদিত্য এল-১-এর দ্বিতীয় বড় সাফল্য। সূর্যের দিকে আরও একধাপ পা বাড়িয়েছে আদিত্য। ১০ সেপ্টেম্বর, ২০২৩, রাত আড়াইটে নাগাদ আদিত্য-এল ১-এর কক্ষপথ আবার তৃতীয়বারের মতো পরিবর্তন হবে।

আরও পড়ুন: Mother Sold Her Baby: সংসারে সর্বগ্রাসী অভাব,নিজের আটমাসের শিশুকন্যাকে আটশো টাকায় বিক্রি করলেন মা!

ইসরোর জানিয়েছে, আদিত্য-এল১ একেবারে সঠিক পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে এটি ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চারবার পৃথিবীর চারপাশে তার কক্ষপথ পরিবর্তন করবে। পরবর্তী কক্ষপথ কৌশলটি ১০ সেপ্টেম্বর রাতে সঞ্চালিত হবে। একবার আদিত্য তার গন্তব্যে পৌঁছলে অর্থাৎ এল১-এ পৌঁছে যাবে। তারপর সে প্রতিদিন ১৪৪০টি ছবি পাঠাবে। চার মাসেরও বেশি সময় পাড়ি দিয়ে, পৃথিবী থেকে সূর্যের দিকে ১৫ লক্ষ কিলোমিটার এগিয়ে যাবে Aditya L1। সেখানে একটি হ্যালো কক্ষপথে অবস্থান করবে ভারতের প্রথম সূর্যযান।

আদিত্য এল১ নির্দিষ্ট বিন্দুতে যখন পৌঁছবে, তখন এর সমস্ত পেলোড চালু হয়ে যাবে। এটি ১০-১৫ বছর ধরে কাজ করতে পারে যদি তা নিরাপদে থাকে। সূর্য সম্পর্কিত বিভিন্ন তথ্য পাঠাতে পারে আদিত্য এল -১। তবে এর জন্য প্রথমে এল১-এ পৌঁছতে হবে তাকে। পাশাপাশি নিরাপদে থাকাও বাঞ্ছনীয়। তবেই সবটা সম্ভব হবে বলে জানিয়েছে ইসরো।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved