মহানগর ডেস্ক: ফের পথে নামতে দেখা যাবে শিক্ষকদের! কর্মচারী,শিক্ষক এবং শ্রমিকরা একই সঙ্গে একাধিক দাবিতে দিয়েছে আন্দোলনের ডাক। এবারের ডাক হল ‘ধর্মতলা চলো’। যেসব কর্মসূচির সফলতার জন্য এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেগুলি হল : জাতীয় ও রাজ্য শিক্ষানীতি বাতিল, বকেয়া সহ সমস্ত ডিএ প্রদান, পুরোনো পেনশন ব্যবস্থা চালু করা সিদ্ধান্ত।
গত কয়েকমাস ধরে রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করছেন। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাও চলছে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ ডিএ পান ষষ্ঠ বেতন কমিশনের আওতায়। যেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৪২ শতাংশ। আন্দোলনের দিন মহামিছিল করা হবে লেনিন মূর্তি থেকে হাজরা পর্যন্ত। “ধর্মতলা চলো”- এর ডাক দেওয়া হয়েছে আগামী ৯ই অক্টোবর বেলা ৩ টের সময়। শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা সংক্রান্ত যে মামলাটি চলছে সেটি পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত মামলার আওতাধীন। এই মামলা সুপ্রিম কোর্টে চলছে ২০১৬ সাল থেকে।যেটি যেটি সুপ্রিম কোর্টে এসেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল কলকাতা হাইকোর্ট মারফত। প্রথম স্যাটে রাজ্য সরকার জয়ী হলেও পরবর্তীতে রাজ্য সরকারি কর্মচারীরা প্রত্যেক পদে পদে জয়ী হয়েছেন।