Home Kolkata দুই বিমানের সংঘর্ষ কলকাতা বিমানবন্দরে, কপাল জোড়ে বাঁচলেন ৩০০ যাত্রী

দুই বিমানের সংঘর্ষ কলকাতা বিমানবন্দরে, কপাল জোড়ে বাঁচলেন ৩০০ যাত্রী

by Shreya Maji
62 views

মহানগর ডেস্ক: বরাত জোরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। কলকাতা বিমানবন্দরে দুটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ ঘটে। দুটি বিমানই  যাত্রী দিয়ে বোঝাই ছিল। সকাল ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন।

জানা গিয়েছে কলকাতা বিমানবন্দর থেকে একটি বিমান  একটি  চেন্নাই  যাচ্ছিল এবং অন্য একটি বিমান দারভাঙ্গার উদ্দেশ্যে উড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। দুটি বিমানের উড়ে যাওয়ার সময়েই দুর্ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়ার বিমান আইএক্স ১৮৬৬ বিমানে ছিলেন ১৬৩ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু। অন্যদিকে  ইন্ডিগোর সিক্স ই ৬১৫২ বিমানে ছিলেন ১৪৯ জন যাত্রী। দুটি বিমানের ডানার সঙ্গে সংঘর্ষ হয়। তাতেই একটি বিমানের ডানা ভেঙ্গে যায় ও অন্যটির ডানা দুমড়ে যায়। সৌভাগ্য বশত কোনও যাত্রীই আহত হয়নি। তাঁদের সকলকেই উদ্ধার করে বিকল্প বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়।

 ইতিমধ্যে ডিজিসিএ-কে জানানো ঘটনাটি জানানো হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল তা জানা জন্য উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। যখন দুর্ঘটনাটি ঘটে তখন   দুটি বিমানই  রানওয়ের দিকে রওনা হয়েছিল।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved