Home Kolkata বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে! পুজোর জন্য অনুদান পাবে না আর কোনও ক্লাব কমিটি

বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে! পুজোর জন্য অনুদান পাবে না আর কোনও ক্লাব কমিটি

by Shreya Maji
1 views

মহানগর ডেস্ক: বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার!রাজ্যের কোনও ক্লাব পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারি টাকা পাবে না। নবান্ন এবার আর্থিক ভান্ডারে লাগাম টানলো। ক্লাবগুলিকে পুজোর আগে প্রত্যেকবার অনুদান দেওয়া হত। নবান্ন সূত্রে জানা গিয়েছে,এবার সেই অনুদান আর দেওয়া হবে না।কোন খাতে কী খরচ করছে অধিকাংশ ক্লাব কোন সেই হিসেব দিচ্ছে না। তাই এই অনুদান বন্ধের সিদ্ধান্ত রাজ্যের।

বেশ কিছুদিন আগেই হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারের অনুদান নিয়ে তির্যক মন্তব্য করেন। তিনি তমলুকের এক পুজো কমিটির মামলা প্রশ্নে জানান, “মানুষ চাকরি পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না,পেনশন পাচ্ছেন না ওদিকে পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে।”যদিও নবান্ন সূত্রে খবর, হাই কোর্টের কোনও যোগ নেই এই সিদ্ধান্তের সঙ্গে। রাজ্য সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই ক্লাবগুলিকে অনুদান দেওয়া শুরু করে। ক্লাবগুলি প্রথম বছরে এককালীন ২ লক্ষ টাকা, পরের তিন বছর ১ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা পেত। নবান্ন সূত্রে জানা গিয়েছে,এই অনুদান পেয়েছিল রাজ্যের ৭৮১ ক্লাব।পরের বছর ১৫০০ ক্লাবকে অন্তর্ভূক্ত করা হয়। কোভিড পর্বে এই অনুদান বন্ধ থাকলেও পরে ফের শুরু হয় অনুদান।

মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লাবগুলিকে আর্থিক সাহায্য করা নিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে।সে পুজোর জন্য হোক বা পরিকাঠামোর জন্য।ক্লাবগুলিকে যে টাকা দেওয়া হত তার খরচের পুঙ্খানুপঙ্খ হিসাব দিতে অনেক ক্লাবই ব্যর্থ হয়েছে। সেই কারণেই বন্ধ হচ্ছে এই অনুদান,এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved