HomeKolkata১০০ দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যপালকে চিঠি পাঠাল কেন্দ্র

১০০ দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যপালকে চিঠি পাঠাল কেন্দ্র

- Advertisement -

মহানগর ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ‌্যায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায় নিয়ে ৩১ অক্টোবরের মধ্যে কেন্দ্রের সদুত্তর না পেলে আন্দোলন করার হুমকি দিয়েছিলেন। ফল মিলেছে হাতেনাতে! তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে একশো দিনের কাজ সংক্রান্ত চিঠি পাঠাল কেন্দ্রীয় সরকার। সে খবর জানিয়েছেন রাজ‌্যপাল নিজেই। জানান, তাঁর ‘সাংবিধানিক সহকর্মী’ মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের কাছেও পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রের পাঠানো সেই চিঠি।

রাজভবনে এক অনুষ্ঠানের শেষে বুধবার সকালে রাজ‌্যপাল সংবাদমাধ‌্যমের সঙ্গে কথা বলার সময় জানান, ‘‘আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির প্রেক্ষিতে উত্তর এসেছে কেন্দ্রীয় সরকারের থেকে। সেই চিঠি মিলেছে। সেটা আমার সাংবিধানিক সহকর্মী, মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি। চিঠিতে কেন্দ্রীয় সরকার কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করেছে। সেটা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছি। মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।’’

তবে রাজ‌্যপাল চিঠির বিষয়বস্তু নিয়ে মুখ খোলেননি।এ প্রসঙ্গে তাঁর মন্তব‌্য, “বিষয়টি রাজ‌্যপাল ও তাঁর সাংবিধানিক সহকর্মী মুখ‌্যমন্ত্রীর মধ্যেকার বিষয়। যতক্ষণ না করণীয় বিষয়গুলি সম্পন্ন হচ্ছে, ততক্ষণ তা সর্বসমক্ষে আনা অনুচিত।”তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্টোবর মাসের গোড়ায় একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে আন্দোলনে নেমে রাজভবনের সামনে লাগাতার ধরনা শুরু করেন।

সেই আন্দোলনের জেরে রাজ‌্যপালকে তাঁর সঙ্গে বৈঠক করতে হয়।৩০ জন প্রতিনিধি-সহ রাজ‌্যপাল বোসের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সেখানে একশো দিনের কাজে বকেয়া মেটাতে কেন্দ্রকে লেখা চিঠিও রাজ‌্যপালের হাতে তুলে দেন তিনি। রাজ্যপাল সেই চিঠি পৌঁছে দেন দিল্লিতে। এদিন রাজ্যপাল সেই চিঠির জবাব আসার কথাই জানান।

Most Popular