Home Kolkata ভেঙে পড়ছে একের পর এক বাড়ি! নয়া ভাবনা কলকাতা পুরসভার

ভেঙে পড়ছে একের পর এক বাড়ি! নয়া ভাবনা কলকাতা পুরসভার

জলাশয় ভরাট করে বহুতল বানানো যেন এখন জলভাত এই শহরে।

by Pallabi Sanyal
17 views

মহানগর ডেস্ক : গার্ডেনরিচের ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়তেই যেন নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। তবে, বাড়ি ভাঙার ঘটনা শুধু গার্ডেনরিচেই থেমে থাকেনি। শহর থেকে জেলা, প্রায় প্রতিদিনই বাড়ি ভেঙে পড়ার খবর সামনে আসছে। আর সেই সব ঘটনা থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ কলকাতা পুরসভার, এবার এক কাঠা জমিতেও বিল্ডিং প্ল্যানে দেবে অনুমোদন। এর আগে এক-দেড় কাঠার ছোট জমিতে কোনও নির্মাণের প্ল্যানে অনুমোদনের বালাই ছিল না। কিন্তু যেভাবে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে তাতে এমনই পদক্ষেপের চিন্তা করেছে পুরসভা।

বেআইনি নির্মাণ রুখতে মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য,’এবার থেকে এক কাঠা জমিতেও বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেবে কলকাতা পুরসভা। যতটুকু জমি, তা বুঝে ছাড় দিয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট দেখে নিয়ে অনুমোদন দেওয়া হবে নির্মাণের।’ অবশ্য ছোট জমিতে কেউ কিছু নির্মাণ করলে তা বেশিরভাগ ক্ষেত্রেই কোনও গরিব মানুষের ঘর হতে পারে। সেই ক্ষেত্রে অনুমোদন ফি খুব যৎসমান্য নেওয়া হবে কিন্তু গরীর মানুষ বলে কম খরচে আর বেআইনি নির্মাণ করতে দেওয়া হে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মেয়র।

জলাশয় ভরাট করে বহুতল বানানো যেন এখন জলভাত এই শহরে। ঘিঞ্জি জায়গায় জোর পূর্বক বহুতল নির্মাণের জেরে ঘটছে প্রাণহানি। পুরসভার ভঊমিকা প্রশ্নের মুখে। এবার বদনাম ঘোচাতে নিয়মে বেশ কিছু রদবদল করতে চলেছে পুরসভা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved