মহানগর ডেস্ক: নয়া সমীকরণ? চব্বিশের লোকসভা ভোটে বিজেপিকে হটাতে কংগ্রেস-সহ বিরোধীরা যখন ইন্ডিয়া জোট গড়ে হুঙ্কার দিতে শুরু করেছে,ঠিক তখনই কলকাতায় চাকরি প্রার্থীদের হয়ে প্রতিবাদ-মিছিলে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে পা মেলালেন বঙ্গ কংগ্রেসের নেতা কৌস্তভ বাগচী (Shuvendu And Kaustav Walked In Rally)।
ক্যালকাটা হাইকোর্টের অনুমতিক্রমে কলকাতার ক্যামাক স্ট্রিট থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় জাতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজরা অফিস পর্যন্ত মিছিল করেন চাকরি প্রার্থীরা, যার পুরোভাগে ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমকে সুর চড়িয়ে শুভেন্দু বলেন তৃণমূল কংগ্রেসের অপশাসনের শিকার যাঁরা হয়েছেন, বিরোধী দলনেতা হিসেবে তিনি সবার পাশে রয়েছেন। শুভেন্দু বলেন, বঞ্চিত চাকরিপ্রার্থীরা চেয়েছিলেন তিনি তাঁদের মিছিলে থাকুন। আগামী তেসরা অক্টোবর চাকরি প্রার্থীদের ডেকেছেন আইনি লড়াই নিয়ে কথা বলার জন্য।
তিনি তাঁদের পাশে থাকবেন। তাঁর মতে, সমস্ত বঞ্চিত চাকরিপ্রার্থীদের উচিত একজোট হয়ে নবান্নে মিছিল করুন। কংগ্রেস নেতা অবশ্য এই প্রতিবাদ মিছিলে রাজনীতির রংয়ের বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন তিনি অরাজনৈতিক মিছিলে যোগ দিয়েছেন। এর মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা করা বৃথা। প্রতিবাদকারীদের অনেকের হাতে ই-ন্ডি-য়া লেখা পোস্টার অবশ্য দেখা গিয়েছে।
মিছিল থেকে এক প্রতিবাদকারিণী মহিলা চাকরিপ্রার্থী বলেন মুখ্যমন্ত্রী স্পেনে যেতে পারেন। তারপর দিল্লি গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বকেয়া টাকা দাবি করতে পারেন। তবে তাঁদের দিকে তাঁর তাকানোর সময় নেই। তাঁরা বহুদিন ধরে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তিনি ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছেন, কিন্তু তাঁদের প্রয়োজনের ব্যাপারে তাঁর কোনও হুঁশ নেই। তবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দু অদিকারী এবং কৌস্তভ বাগচীর মিছিলে পাশাপাশি হাঁটাকে গুরুত্ব দিতে রাজি নন।