Home Kolkata হাসপাতালে ভর্তি বিকাশরঞ্জন ভট্টাচার্য, বুকে বসানো হল পেসমেকার

হাসপাতালে ভর্তি বিকাশরঞ্জন ভট্টাচার্য, বুকে বসানো হল পেসমেকার

by Shreya Maji
4 views

কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই অস্বস্তি বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয় বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। দাপুটে এই আইনজীবী তথা রাজ্যসভার এই সিপিএম সাংসদ রয়েছেন চিকিৎসকদের নজরদারির মধ্যে। হাসপাতালে ভর্তি করার পরেই চিকিৎসকরা পেসমেকার বসানোর পরামর্শ দেন। সেই মতই তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে।

সন্তোষপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। অসুস্থতা দেখে পরীক্ষানিরীক্ষা করে পেসমেকার বসানোর পরামর্শ দেন চিকিৎসকরা। রাতেই বসানো হয় পেসমেকার। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। চিন্তার তেমন কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। অনেকেই বলেন দাপুটে আইনজীবীর কথায় এখনও বাঘে গরুতে এক ঘাটে জল খায়। রাজনীতিতেও বেশ সক্রিয় তিনি।

নিয়োগ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ  মামলায় আইনজীবী তিনি। এমনকি নিয়োগ দুর্নীতি নিয়ে মুখও খুলেছেন একাধিকবার। প্রবল সমালোচনাও করেন রাজ্য সরকাররে। তবে বিকাশরঞ্জন ভট্টাচার্যের অসুস্থতাঁর খবর পেয়ে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অসুস্থতাঁর খবর পেয়ে দ্রুত সুস্থতা কমানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, শুভেন্দু অধিকারী লেখেন, “রাজ্য়সভার সাংসদ ও কলকাতা হাইকোর্ট-সুপ্রিম কোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বুকে পেসমেকার বসানো হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। খুব তাড়াতাড়ি তাঁকে কোর্টরুমে দেখার অপেক্ষায় রইলাম।”

You may also like