কলকাতা: রাজ্য জুড়ে উত্তরোত্তর আতঙ্ক সৃষ্টি করে চলেছে ডেঙ্গি। কলকাতা পুরএলাকাতেই ৮ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে। চলতি বছরে ৩১ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। শুক্রবারই মৃত্যু হয়েছে গড়ফার বাসিন্দা এক চিকিৎসকের মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে। এরইমধ্যে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। তৃণমূল কাউন্সিলর পরিচালিত অনাথ আশ্রমই নাকিডেঙ্গির আঁতুড়ঘর!
৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে বিবি গাঙ্গুলী স্ট্রিটের এই অনাথ আশ্রম ও বৃদ্ধাবাসের পরিচালক সমিতির অন্যতম সদস্য। ৩০০-র বেশি আবাসিক সেখানে থাকেন। ৭ জন করে আবাসিক ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে পুরসভা। অভিযান চালিয়ে এডিস ইজিপ্টাইয়ের লার্ভা পাওয়া গিয়েছে ৪১টি জায়গায়। এই নিয়ে সরব হয়েছেন ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।
প্রসঙ্গত, বর্ষার মরসুমে শহর জুড়ে ডেঙ্গি বাড়ছে। শুধু কলকাতা নয়, শহরতলিতেও আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত বছরও ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা চিন্তায় ফেলেছিল রাজ্যকে। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, এ বছরও যেন পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। সাধারণ ভাইরাল জ্বরের সঙ্গে ডেঙ্গিকে গুলিয়ে ফেলে অবহেলা করেই অনেক সময়ে রোগীর অবস্থা আরও গুরুতর হচ্ছে।
শিশু থেকে বয়স্ক বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। গত কয়েক দিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও ভাবাচ্ছে। তারই মধ্যে তৃণমূল কাউন্সিলরের পরিচালিত অনাথ আশ্রমে ডেঙ্গির লার্ভা পাওয়া গিয়েছে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, “নোটিস পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে”। যদিও এই বিষয় নিয়ে পুরসভার পক্ষ থেকে কিছুই জানানো হয়নি বলে দায় সেরেছেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে।