Home Kolkata দিল্লিতে  ইডির  অফিসে সাংসদ-অভিনেতা দেব, দফতরে প্রবেশের পথে কি বললেন তিনি … 

দিল্লিতে  ইডির  অফিসে সাংসদ-অভিনেতা দেব, দফতরে প্রবেশের পথে কি বললেন তিনি … 

by Shreya Maji
23 views

মহানগর ডেস্কঃ ইডির ডাকে দিল্লিতে সদর দফতরে হাজির আর্থিক তছরুপ মামলা কাণ্ডে অভিযুক্ত দেব। কথা ছিল আজ, বুধবার সকাল ১১ টায় দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেবেন সাংসদ তথা অভিনেতা দেব। সেই নির্দেশ মতোই দিল্লির সদর দফতরে হাজিরা দেন তিনি ৷ দেব সেখানে পৌঁছে যান গতকাল রাত ১০.৪৫ মিনিটে৷ এরপরেই আজ সকালে রওনা দেন ইডি অফিসের দিকে।

একটি আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় দেবকে দিল্লির সদর দফতরে আসার নির্দেশ দিয়েছে ইডি। দেব তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তদন্তের জন্য যতবার তাঁকে ডেকে পাঠানো হবে, ততবারই তিনি যাবেন এবং তদন্তের সহযোগিতা করবেন। সেই মতো তিনি এদিন হাজির হলেন দিল্লি৷ ইডির সদর দফতরে প্রবেশের আগে দেব বলেন, ‘আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, আমাকে যতবার ডাকবে, আমি ততবার আসব৷ আমি সবরকম সাহায্য করব৷ তদন্তে যদি কোনও সাহায্য লাগে, আমার সেই সাহায্য করতে কোনও আপত্তি নেই৷’ এর আগেও ২২ জুন দিল্লিতে ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় দেবকে৷ তখনও সেই তদন্তে সমস্তরকম সাহায্য করেছিল তিনি। এবং তদন্তের স্বার্থে পরবর্তিতেও তাঁকে ডাকলে সারা দেবেন তিনি এমনটাও বলতে শোনা যায় অভিনেতাকে। তাঁর বিরুদ্ধে আনা এনামুল হক সম্পর্কিত অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, ‘দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি এনামুল হককে চিনি না৷’ সঙ্গে বলেন, ‘দেখুন, যে চোর, সে আগে নিজে জানে চোর৷ আমি জানি আমি কী৷ আমার তো লোকানোর কিছু নেই৷’

উল্লেখিত, ইতিমধ্যেই এখন রাজ্য রাজনীতি দেব চর্চায় চর্চিত।কয়েকদিন আগেই দেব নিজের একের পর এক পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেওয়ায় জল্পনা শুরু হয়েছিল রাজনীতি মহলে। ঠিক কোন কারণে দেব তাঁর নিজের ক্ষমতাধীন পদ থেকে ইস্তফা দিচ্ছে তা নিয়ে চলছিল আলোচনা। জল্পনা তৈরি হওয়ার পরে অভিষেকের সঙ্গে বৈঠকে বসেন দেব, যদিও তাতেও বিশেষ বরফ গলে না সাংসদের। যদিও এরপরে দেবকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এ বারেও ঘাটাল থেকে প্রার্থী হতে চলেছেন দীপক অধিকারী ওরফে দেব ৷  এরপরেই আজ, বুধবার দিল্লিতে দেব’কে তলব করে ইডির সদর দফতর।

You may also like